নাদিহা বেগম,আরামবাগঃ
উচ্চমাধ্যমিকে এবছরও নজর কাড়লো আরামবাগ হাই স্কুল। মেধা তালিকায় ঠাঁই পেয়েছে দুজন। আরামবাগ হাই স্কুলের ছাত্র কুন্তল বীট এবারে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে।তার প্রাপ্ত নং ৪৮৫। সে অঙ্কে ৯৯, পদার্থবিদ্যায় ৯৬, রসায়নবিদ্যায় ৯৮, জীব বিদ্যায় ৯৬, ইংরেজিতে ৯৬ এবং বাংলায় ৮২ পেয়েছে।
বাড়ি বাঁকুড়ার কোতুল পুরের ডিঙ্গাল গ্রামে। বাবা কার্তিক বিট।মা রীতা বীট,গৃহ বধূ। কার্তিক বাবু পেশায় ক্ষুদ্র চাষি। পরিবার তেমন আর্থিক ভাবে স্বচ্ছল নয়।তাই এই স্কুলের প্রধান শিক্ষক অশোক বৈরাগী তাকে নিয়ে এসে সমস্ত দায়িত্ব নেন।আজ সে শিরোনামে।ডাক্তার হতে চায় কুন্তল।
আরামবাগ হাই স্কুলের অপর এক ছাত্র সৌভিক চন্দ্র ৪৮২ নং পেয়ে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করে। সে অঙ্কে ৯৯, পদার্থবিদ্যায় ৯৬, রসায়নবিদ্যায় ৯৬, জীব বিদ্যায় ৯৬, ইংরেজিতে ৯৫ এবং বাংলায় ৮২ পেয়েছে।
তার বাড়ি কামারপুকুরে।তারও ইচ্ছা ডাক্তার হওয়া। তার বাবা বিশ্বজিত চন্দ্র প্রাক্তন সমর কর্মী।বর্তমানে তারকেশ্বরে কেন্দ্রীয় বিদ্যালয়ের অংকের শিক্ষক।মা গৃহবধূ।ছেলের এই ফলাফলে খুশি বাবা ও মা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584