রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
টেম্পো গাড়ি করে চাষিদের নিয়ে কাজ থেকে ফেরার পথে চাকা পাংচার হওয়ার কারণে পাল্টি খায় গাড়ি।তাতে প্রায় ৭০-৮০ জন মহিলা ও পুরুষ যাত্রী ছিল।তাদের মধ্যে ২০-২৫ জন পুরুষ বাকি সব মহিলা এরা সকলে ধান পোতার কাজ করতে গিয়েছিল বড়োয়া থানার অন্তর্গত বদিনাথপুর এলাকায় একটি গ্রামে।
পাম্প থেকে তেল ভরে বেড়ানোর সময় হঠাৎই গাড়ির সামনে চাকা পাংচার হয়ে যায় গাড়িটি পাল্টি খেয়ে পাশের একটি খালে পড়ে যায় গুরুতর আহত হন বেশ কিছু যাত্রী।হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যান এক মহিলা,নাম কালীদাসী বাগদি (৪২)।
আরও পড়ুনঃ নয়ানজুলিতে গাড়ি পড়ে আহত দশ যাত্রী
আহতদের মধ্যে ৩০ থেকে ৪০ জন জখম হন এবং এখনো ২ জন গুরুতর আহত অবস্থায় রয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।কান্দি মহকুমা হাসপাতালে প্রায় ২৪ জন এবং অন্য হাসপাতাল এ প্রায় ১২ জন এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584