বাম-কংগ্রেসের সঙ্গে বৈঠকের সম্ভবনা ওয়াইসির

0
79

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

owaisi | newsfront.co

এবার কলকাতা সফরে এসে বাম এবং কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন হায়দরাবাদের সাংসদ ওয়াইসি। মিম সূত্রে এমনটাই খবর।

রাজ্যে মিমের মুখপাত্র সৈয়দ ওয়াসিম ওয়াকার জানিয়েছেন, আগামী পঁচিশে ফেব্রুয়ারি কলকাতায় এসে কয়েকটি সভা, পদযাত্রায় অংশ নেবেন ওয়াইসি। মেটিয়াবুরুজে জনসভা করার কথা রয়েছে তাঁর। একইসঙ্গে ওইদিনই বাম-কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। কিন্তু বাম-কংগ্রেসের কোন নেতার সঙ্গে তিনি আলোচনায় বসবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে এবিষয়ে এখনই কিছু বলতে নারাজ বাম-কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুনঃ কংগ্রেস মালদা-মুর্শিদাবাদে আসন ছাড়বে না বলতেই মুখে কুলুপ সিদ্দিকীদের

এদিকে এবারের বিধানসভায় আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ-কে কত আসনে লড়ার জন্য বাম-কংগ্রেস জোট ছেড়ে দেবে, তা নিয়েই চলছে দড়ি টানাটানি। এরই মাঝে মিমকে কতগুলি আসন ছাড়া হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জয়ের পর মিম নেতৃত্ব ঘোষণা করেছে, বাংলায় বিধানসভা ভোটে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। কোনও সন্দেহ নেই রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদ সহ যেখানে মুসলিম ভোট বেশি রয়েছে সেখানেই প্রার্থী দেবে মিম। এক্ষেত্রে তারা রাজ্যজুড়ে শাখা-প্রশাখা ছড়িয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে চাইছে।

আরও পড়ুনঃ সাগর থেকে পাহাড়, গোটা বাংলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়ঃ অভিষেক

যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, মিমকে নিয়ে ভাবিত নয় তাঁর দল তৃণমূল কংগ্রেস। তাঁর মতে, বিহার ভোটে এটা প্রমাণিত হয়ে গেছে, মিম হল ভোট কাটুয়া পার্টি। মূলত মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট কেটে তারা বিজেপিকে সুবিধা করে দিতে চায়। তৃণমূল মনে করে, মিমের এই চরিত্র বাংলার মানুষের কাছে স্পষ্ট। ফলে বাংলার ভোটে লড়লেও, বিশেষ কিছু সুবিধা করতে পারবেন না আসাদউদ্দিন ওয়াইসি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here