নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কাকলি ফার্নিচার গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই দোকানের নাম। ট্যাগ লাইন দেওয়া হয় ‘দামে কম, মানে ভাল’। এই স্লোগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম বানানো হয়েছিল, ওই সময় থেকে বিরত থাকেননি সেলিব্রিটি থেকে নেতা মন্ত্রীরাও। তবে এবার ভাইরাল হওয়াই কাল হল ‘কাকলি ফার্নিচার’-এর। দোকানের মালিককে যেতে হল থানায় কিন্তু কি এমন ঘটল?
উল্লেখ্য, কাকলি ফার্নিচার নামের দোকানের পেজ থেকেই ফেসবুকে পোস্ট করা হয়েছিল ওই বিজ্ঞাপনটি। ভিডিওতে দেখা যাচ্ছে দুটি বাচ্চা ছেলেমেয়ে সোফার গদিতে লাফাচ্ছে, কখনও রেলাক্সিং চেয়ারে দোল খাচ্ছে। আর একটি ভয়েস ওভারে বলতে শোনা যাচ্ছে, ‘দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচার।’ যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় নেট মাধ্যমে। ভিডিওটি বাংলাদেশের হলেও ছড়িয়ে পড়ে বাংলাতেও। আর তার পরেই ঘটে এই ঘটনা ‘কাকলি ফার্নিচার’ দোকানের নামে ফেসবুকে একাধিক ফেক আইডি এবং পেজ তৈরি হয়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশেষ অভিযানে বড়ো সাফল্য, ১০৬ টি হারানো মোবাইল উদ্ধার
এই নিয়ে গাজীপুরের শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন কাকলি ফার্নিচারের চেয়ারম্যান সোহেল রানা। থানার আধিকারিক জানিয়েছেন, ‘অনেকেই এই কাকলি ফার্নিচারের নামে ফায়দা লোটার চেষ্টা করছেন। তবে এই নিয়ে কাজ শুরু হয়েছে, কথা সাইবার টিমের সঙ্গে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584