নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শেষমেশ আশার আলো দেখা গেল। ফের শুরু করা হল অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল। এমনটাই জানিয়েছে মেডিসিনস হেলথ রেগুলেটরি অথিরিটি (এমএইচআরএ)। এই টিকা নিরাপদ, তাই ফের ট্রায়াল শুরু করা হল বলে অনুমোদন দিয়েছেন কর্তৃপক্ষ। এমএইচআরএ’ র এই অনুমোদনে স্বস্তি ফিরেছে গবেষক মহলে।
উল্লেখ্য, ট্রায়াল চলাকালীন ব্রিটেনে এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন। তারপরই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কোভিশিল্ডের ট্রায়াল। যার আঁচ এসে পড়ে ভারতেও।
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল চলাকালীন ব্রিটেনে এক স্বেচ্ছাসেবকের অসুস্থ হয়ে পড়ার ঘটনার পর ভারতেও এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
আরও পড়ুনঃ ‘কোভ্যাক্সিন’ প্রয়োগে বাঁদরের শরীরে ইতিবাচক সাড়া, ভারতের করোনা টিকা ঘিরে বাড়ছে প্রত্যাশা
পাশাপাশি, পৃথিবীর অন্য যে কটি দেশ অক্সফোর্ডের ফর্মুলা অনুযায়ী ভ্যাকসিন তৈরির তোড়জোড় করছিল, তারাও কাজ বন্ধ করে দেয়। ফের তৈরি হয় উদ্বেগ। তাহলে কি করোনা প্রতিষেধক পাওয়ার কাজ ফের পিছিয়ে গেল? নতুন করে ফের মাথাচাড়া দেয় ভাবনা। তবে শেষপর্যন্ত ফের ট্রায়াল পর্ব শুরু হওয়ায় করোনা ভ্যাকসিনের আশায় ফের বুক বাঁধল গোটা দুনিয়া, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।
আরও পড়ুনঃ নিয়ম না মানলে বাতিল উড়ানঃ ডিজিসিএ
শনিবার চিন্তার অবসান ঘটিয়ে এমএইচআরএ সাফ জানাল, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতিষেধকটি একেবারে সুরক্ষিত। ট্রায়াল ফের চালু করা হোক। অ্যাস্ট্রাজেনেকার তরফে জানানো হয়েছে, “বিশ্বজুড়ে সর্বত্র বন্ধ হয়ে গিয়েছিল ট্রায়াল। ব্রিটিশ কমিটি বিষয়টি তদন্তের জন্য এমএইচআরএ-তে পাঠিয়েছিল। এমএইচআরএ তদন্তের পর ফের ট্রায়াল চালুতে অনুমতি দিয়েছে।” তবে এবার সেরাম ইনস্টিটিউটও তাদের কাজ শুরু করবে কিনা, এ বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584