নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পৃথিবীর এখন একটাই অসুখ। করোনা। এই মারণ ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতির মধ্যেই সুখবর দিল অক্সফোর্ড। করোনা সংক্রমণ রুখতে যে ভ্যাকসিন তৈরি হচ্ছিল তাতে বড়সড় সাফল্য পেল বলেই দাবি তাদের।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে শরীরে ‘ডাবল সুরক্ষা’ দেবে তাঁদের তৈরি ভ্যাকসিন, ক’দিন আগে এমন দিশাই দেখিয়েছিলেন অক্সফোর্ডের গবেষকরা। এবার হাতেনাতে তার প্রমাণ মিলল। অ্যাস্ট্রাজেনেকার হাত ধরে অক্সফোর্ড যে করোনার প্রতিষেধক তৈরি করছে, তাতে এবার বড়সড় সাফল্য পেলেন গবেষকরা।
অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি এই ভ্যাকসিন মানুষের শরীরে সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ। ভ্যাকসিনের একটা ডোজেই শরীরে টি-কোষ সক্রিয় হয়েছে। ভ্যাকসিন যাদের দেওয়া হয়েছে তাদের ৯০ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট সামনে আনল ব্রিটেনের ঐতিহ্যশালী এই বিশ্ববিদ্যালয়। ল্যানসেট জার্নাল জানিয়েছে, ১০৭৭ জন স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ ব্রিটিশ সরকারের, ২০ মিনিটেই পাওয়া যাবে রিপোর্ট
প্রায় প্রত্যেকের শরীরেই টি-কোষ সক্রিয় হয়েছে। পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে। প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট দেখে ইতিমধ্যেই দশ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়ে দিয়েছে ব্রিটিশ সরকার। এদিকে, গবেষক পোলার্ড জানিয়েছেন, সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে মারাত্মক কিছু নয়।
আরও পড়ুনঃ সংক্রমণ ঠেকাতে সপ্তাহে দু’দিন করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন
ভ্যাকসিন দেওয়ার একদম পর পরই ৭০ শতাংশ স্বেচ্ছাসেবকের হালকা জ্বর ও মাথাব্যথা হয়। তবে সেটা কিছুদিনের মধ্যেই সেরে যায়। উল্লেখ্য, করোনা দমনে এই ভ্যাকসিন দ্বিগুণ সুরক্ষা নিঃসন্দেহে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। কারণ, বেশ কিছু গবেষণায় জানা গিয়েছে, কয়েক মাসের মধ্যেই অ্যান্টিবডি ক্ষমতা হারাতে পারে। সেক্ষেত্রে টি-সেল তৈরি হলে তার স্থায়িত্ব থাকে বেশ কয়েক বছর পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584