নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বেশ কয়েকমাস ধরেই করোনায় ভুগছে গোটা বিশ্ব। ভ্যাকসিন কবে পাওয়া যাবে? এই উত্তরের অপেক্ষায় বসে রয়েছে গোটা দুনিয়া। বিশ্বাস যে অমৃতসুধার মতো করোনামুক্ত করতে একদিন না একদিন ভ্যাকসিন আসবেই। প্রতিনিয়ত যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাতে করোনার টীকা হাতে পেতে মরিয়া ভারতও। তবে, বিশ্ববাসীকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, মাত্র কয়েক মাস পরই ভারতে মিলতে পারে করোনার প্রতিষেধক। এমন আশার বাণীই শুনিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
চলতি বছরের শেষের দিকেই ভারতের বাজারে আসতে চলেছে অক্সফোর্ডের করোনা টীকা ‘কোভিশিল্ড’। সব কিছু ঠিক থাকলে নভেম্বরেই ভারতীয় বাজারে পা রাখতে পারে করোনার টীকা। এ প্রসঙ্গে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, ভারতে করোনার ভ্যাকসিনের দাম হাজার টাকার বেশি হবে না।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে পরিবারের ভেতরেইঃ গবেষণা
ভারতে এই ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ নামেই চিহ্নিত হবে। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে গবেষকরা লক্ষ্য করেছেন, ভাইরাস রোধে অ্যান্টিবডি ও টি-সেলের মাত্রা বাড়াচ্ছে এই প্রতিষেধক। সোমবার দ্য ল্যান্সেটের মেডিক্যাল জার্নালে এমন ফলই প্রকাশ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584