অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে আমন্ত্রণ মমতাকে

0
79

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন। ২০০ বছরেরও বেশি পুরনো এই ডিবেটিং সোসাইটি। সেখানেই বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঐতিহ্যবাহী ডিবেটিং সোসাইটিতেই রোনাল্ড রেগান, রিচার্ড নিক্সন, দলাই লামা, মাদার টেরিজা, থেরেসা মে’র তাবড় রাষ্ট্রনেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা বক্তব্য রেখেছেন।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

মমতা বন্দ্যোপাধ্যায় এক হাতে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে অনেক লড়াই অতিক্রম করে এতদূর এসেছেন। তৃণমূল নেত্রীর সেই লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট বিয়াট্রিস বার।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে আবার বন্ধ কলকাতা হাইকোর্ট

মুখ্যমন্ত্রীকে পাঠানো আমন্ত্রণ পত্রে তিনি লেখেন, “আপনাকে দেখার জন্য আমরা উৎসুক হয়ে রয়েছি। কিন্তু, এখন আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ। তাই আমাদের ঐতিহ্যবাহী প্রশ্নোত্তর পর্ব এবং ভাষণ পর্ব অনলাইনে সম্প্রচারের ব্যবস্থা রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আপনাকে সশরীরে আমন্ত্রণ জানাতে চাই”। ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়নের কাছ থেকে এহেন আমন্ত্রণ পেয়ে স্বভাবতই খুশি মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here