পুলিৎজার জয়ী দানিশ সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে কটাক্ষ চিদাম্বরমের

0
99

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কান্দাহারে তালিবান জঙ্গিগোষ্ঠী ও আফগান সেনার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। দানিশের মৃত্যুতে শোকস্তব্ধ সারা বিশ্বের সংবাদ মহল। আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা শোকপ্রকাশ করেছেন দানিশ সিদ্দিকীর প্রয়ানে। শুধু তাই নয় তালিবানদের তরফেও একটি বিবৃতি দিয়ে শোক প্রকাশ করা হয়েছে দানিশের মৃত্যুতে।

P Chidambaram Danis Siddiqui
পি চিদাম্বরম-দানিশ সিদ্দিকী

তবে দানিশের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি শব্দও খরচ করেননি ভারতের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী। এ নিয়ে তাদের কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম রবিবার একটি টুইটে লেখেন, “দানিশ সিদ্দিকীর দুঃখজনক মৃত্যু আর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি। এই দুটি বিষয় নিয়ে কেন্দ্র কখনও কথা বলবে না। কারণ, এই দুটোই তাঁদের তৈরি করা ভুয়ো জনশ্রুতির বিরোধী। কেন্দ্র যে দাবি করে, আমরা নিরাপত্তা দিচ্ছি, উন্নয়ন করছি এবং জনস্বার্থে কাজ করছি। এই দুটি বিষয়ই ভুয়ো।”

আরও পড়ুনঃ শুভেন্দুর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু মামলায় প্রথম গ্রেফতার! সিআইডির হাতে সাব ইন্সপেক্টর

উল্লেখ্য, ২০১৯ সালে মায়ানমারে রোহিঙ্গাদের নিপীড়নের ছবি তুলে পুলিতজার পুরস্কার পেয়েছিল রয়টার্সের চিত্র সাংবাদিকের একটি দল। সেই দলেরই সদস্য ছিলেন দানিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here