শহরে চিদাম্বরম, সিএএ-এনআরসি বিরোধী বৈঠকে মমতাকে আবার ডাকার ইচ্ছাপ্রকাশ

0
31

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

শুক্রবার সন্ধ্যায় কলকাতায় আসেন পি চিদম্বরম। বিমানবন্দর থেকে সোজা পার্কসার্কাস ময়দান গিয়ে সেখানকার অবস্থান-বিক্ষোভ মঞ্চে হাজির হন প্রাক্তন অর্থমন্ত্রী।

শনিবার প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি। আর ঠিক সেখান থেকেই সিএএ-এনআরসি ইস্যুতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজোট হওয়ার বার্তা দেন তিনি।

নিজস্ব চিত্র

এ দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “একসঙ্গে লড়াই হচ্ছে, না একা লড়াই হচ্ছে এখন সেটা বড় কথা নয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন সবাই লড়াই করছে। আর দেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে সব বিরোধী দলগুলির একমঞ্চে আসাটা সবচেয়ে বেশি জরুরি।”

সাংবাদিক সম্মেলন। নিজস্ব চিত্র

সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে লড়াই করতে গত ১৩ জানুয়ারি দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। কিন্তু সেই বৈঠকে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গ তুলে পি চিদাম্বরম বলেন, “একবার আসেননি তো কী হয়েছে! মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ডাকা হবে।”

তবে সোনিয়ার ডাকা ওই বৈঠকে শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায়ই যাননি তা নয়। উপস্থিত ছিলেন না এমকে স্ট্যালিন, মায়াবতী, অখিলেশ যাদবের মতো তাবড় তাবড় নেতারা।

এনআরসি, এনপিআর এবং সিএএ নিয়ে প্রদেশ কংগ্রেস নেতাদের প্রশিক্ষণ দিতে রাজ্যে এসেছিলেন পি. চিদাম্বরম। আজ দুপুরে বিধান ভবনে তাই নেতাদের একটি কর্মশালাও হয়। কিন্তু এই বৈঠকে অনুপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও সাংসদ অধীর চৌধুরী। বৈঠক শেষে চিদম্বরম জানিয়ে দেন, প্রদেশ কংগ্রেস রাজ্যজুড়ে এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here