৫ দিনে পিএম কেয়ারে ৩,৭০৬ কোটি! কে দিল- প্রশ্ন চিদাম্বরমের

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পিএম কেয়ার ফান্ডের প্রথম অডিট রিপোর্ট সামনে আসার পর কংগ্রেস নেতা পি চিদাম্বরমের অভিযোগ, অনুদান প্রদানকারীদের নাম নেই, কেন তাঁদের নাম আড়ালে রাখা হলো?

P Chidambaram | newsfront.co

যেখানে ফান্ডের ট্রাস্টিদের নাম জানা, কাকে অনুদান দেওয়া হচ্ছে জানা সেখানে অনুদান দিয়েছেন যাঁরা তাঁদের নামের ক্ষেত্রে এই গোপনীয়তা কেন? প্রশ্ন প্রাক্তন অর্থ মন্ত্রীর।

যেকোন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ট্রাস্ট যেখানে বাধ্য থাকে, ন্যূনতম পরিমাণ অর্থের থেকে বেশি কেউ অনুদান দিলে তাদের নাম প্রকাশ করতে, সেখানে পিএম কেয়ার ফান্ডকে কেন সেই আওতার বাইরে রাখা হচ্ছে?

আরও পড়ুনঃ বাদল অধিবেশনে বাদ প্রশ্নোত্তর পর্ব, ক্ষোভ বিরোধীদের

প্রথম অডিট রিপোর্টে প্রকাশ ৩১ মার্চ ২০২০ পর্যন্ত পিএম কেয়ার ফান্ডে অনুদান হিসেবে জমা পড়েছে ৩,৭০৬ কোটি টাকা। এই টাকা জমা পড়েছে মার্চ ২৬ থেকে মার্চ ৩১ এর মধ্যে অর্থাৎ মাত্র পাঁচদিনের মধ্যে।

আরও পড়ুনঃ পাবজি-সহ আরও ১১৭ চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

পিএম কেয়ার্স ফান্ড খোলা হয় মার্চ মাসে প্রাথমিক ২,২৫,০০০ টাকা দিয়ে আর তারপরেই অর্থ সাহায্য আসতে থাকে দেশি বিদেশি বহুজাতিকও সংস্থা, বিখ্যাত ব্যক্তিত্ব, বিদেশে বসবাসকারী ভারতীয়, দেশের বিভিন্ন মানুষের থেকে। পাঁচদিনে জমা হয় ৩,৭০৬ কোটি টাকা। নোভেল করোনা ভাইরাসের কারণে দেশ হঠাৎ করে যে আর্থিক ক্ষতির মুখোমুখি হয় এবং অন্য আপৎকালীন ক্ষেত্রগুলি সামাল দেওয়ার কারনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here