সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
কৃষিক্ষেত্রের জন্যে যে ত্রাণ সাহায্য দেওয়া হচ্ছে তা আসলে বাজেটের টাকা ফের মোদী সরকারের সমালোচনায় সরব হলেন প্ৰাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন যে,মৌমাছি পালনের জন্য ৫০০ কোটি টাকা এবং গবাদি পশুদের টিকা দেওয়ার জন্য ১৩,৩৪৩ কোটি দেবে কেন্দ্র সরকার।
Likewise, under Animal Disease Control Programme the fight against FOOT AND MOUTH DISEASE has already been launched with a 5-year outlay of Rs 13,343 crore and allocation of Rs 1300 crore in 2020-21
— P. Chidambaram (@PChidambaram_IN) May 16, 2020
ঠিক তার পরেই টুইট করে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন যে, ” সরকার যখন ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিল তাতেই নাকি ব্যয় বরাদ্দ হিসেবে ওই টাকার ঘোষণা ছিল। তবে ওই টাকা বরাদ্দ বাজেটের থেকেই দেওয়া হচ্ছে নাকি তা ২০ লক্ষ কোটি টাকার উদ্দীপনা প্যাকেজ থেকে দেওয়া হচ্ছে তা স্পষ্ট করে জানাক সরকার।”
আরও পড়ুনঃ শ্রমিক আইনে পরিবর্তন ‘ভুল বাছাই’: আজিম প্রেমজি
বলা বহুল এই টুইট এর কিছু আগেও তিনি একটি টুইট করে সরকারের বিরুদ্ধে সব হন এবং জানান যে ,”অর্থমন্ত্রীর ঘোষণায় কিছু পাওয়া যায়নি। লক্ষ লক্ষ গরিব, ক্ষুধার্ত, বিপর্যস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য় কোনও ঘোষণা নেই। রোজ যাঁরা কঠোর পরিশ্রম করছেন, তাঁদের উপর চরম আঘাত করা হয়েছে এবং আজকের ঘোষণায় আমরা হতাশ।“ বিরোধী পক্ষ থেকে আসা প্রশ্নের কোনো উত্তর দেয়নি সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584