তামিলনাড়ুতে বিয়ে সারলেন ‘মমতা ব্যানার্জি’

0
179

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পাত্রের নাম সোশ্যালিজম এবং পাত্রীর নাম মমতা ব্যানার্জী। কি চমকে উঠলেন তো? তাদের বিয়ের কার্ড পাওয়ার পর ঠিক এমনই অবাক হয়েছিলেন নিমন্ত্রিতরা। সোশ্যালিজম এবং মমতার চার হাত এক হল তামিলনাড়ুর সালেম শহরে।

p mamata banerjee married socialism | newsfront.co
মমতা-সোশ্যালিজম। সৌজন্যে: এনডিটিভি

এবার জল্পনার অবসান ঘটানো যাক। না, পাত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নন, শুধুই রয়েছে নামের মিল। পাত্রী পি মমতা ব্যানার্জী ইংরেজিতে স্নাতক, কংগ্রেস পরিবারের মেয়ে। ২০ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কংগ্রেসে ছিলেন। তার নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই নেত্রীর নামানুসারে তাদের মেয়ের নাম রেখেছিলেন তার বাবা-মা।

পাত্রী পি মমতা ব্যানার্জী সংবাদমাধ্যমকে জানান, “দশম শ্রেণীতে পড়ার সময় বন্ধুদের থেকে জানতে পারি আমার নামের তাৎপর্য”। এই প্রসঙ্গে পাত্র সোশ্যালিজমকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘তাদের নামের সাথে যুক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তাদের সম্পর্কে মোটেই প্রভাব ফেলবে না। আমরা একত্রিত হয়ে খুশি। ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়ে একসাথে অটুট থাকব। যাই ঘটে যাক না কেন, আমরা আমাদের পুরো জীবন একসাথে থাকব।’

আরও পড়ুনঃ লাভ জিহাদ-গো সন্ত্রাস আর ইউপি ভোটে কাজ করবে না: আরএলডি প্রধান

এবার ভাবছেন পাত্রীর নামের তাৎপর্য তো বোঝা গেল কিন্তু পাত্রের নাম এমন কেন? শুধু পাত্রই নয় পাত্রের ভাইদের নামেও রয়েছে চমক। পাত্রের দুইভাই, একজনের নাম কমিউনিজম আরেকজন লেনিনিজম। কমিউনিজমের ছেলের নাম আবার মার্কসইজম। পাত্রও উচ্চ শিক্ষিত, বি কম পাস। পাত্রের পিতা সালেমের সিপিআই জেলা সম্পাদক এ মোহন। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে পড়ছিল তখন ছেলের নাম রেখেছিলেন সোশ্যালিজম। আর বাকি দুই ছেলের নাম কমিউনিজম এবং লেনিনিজম। মোহন জানা যে, তিনি বিয়ের আগেই এইভাবে নিজের বাচ্চাদের নাম রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুনঃ আনলকের পথে দিল্লি, ছাড় ঘোষণা কেজরিওয়াল সরকারের

উল্লেখ্য, তামিলনাড়ু সিপিআইয়ের চিফ আর মুথারসান এবং তিরপুরপুরের পার্টির সাংসদকে সুব্বারায়ণ সহ বাম নেতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here