মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
টোকিও অলিম্পিক্সে আবারও পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। এবার কোয়ার্টার ফাইনালে জাপানের ইয়মাগুচিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। শুক্রবার মহিলা সিঙ্গলসের শেষ চারে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে।
এদিন কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই জাপানের আকানে ইয়ামাগুচিকে চাপে রেখেছিলেন সিন্ধু। মাত্র ২৩ মিনিটের প্রথম সেটের লড়াইয়ে ২১-১৩ ফলে পরাজিত করেন সিন্ধু। দ্বিতীয় সেটের লড়াই ছিল হাড্ডাহাডি। লড়াইয়ে একবার এগিয় যাচ্ছেন ইয়ামাগুচি তো পরমুহূর্তে লিড নিচ্ছেন সিন্ধু। জমজমাট দ্বিতীয় সেটের লড়াইয়ে ম্যাচ শেষমেশ টাই হয়ে যায়। তবে অবশেষে রোমাঞ্চকর দ্বিতীয় সেটের ম্যাচ জিতে নেন সিন্ধু। ২২-২০ ফলে দ্বিতীয় সেট জিতে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু।
News Flash:
P.V Sindhu enters Semis after beating home favorite Akane Yamaguchi 21-13, 22-20
What a player @PVSindhu1 #Tokyo2020withIndia_AllSports #Tokyo2020 pic.twitter.com/QEEuzNh9L8— India_AllSports (@India_AllSports) July 30, 2021
আরও পড়ুনঃ সেমিফাইনালে লভলিনা, অলিম্পিক্স বক্সিংয়ে তৃতীয় পদক আসছে ভারতে
পাঁচ বছর আগে রিও অলিম্পিকে সিন্ধুর হাত ধরেই রুপো এসেছিল ভারতে। সেইসময় প্রথম ভারতীয় মহিলা হিসেবে রুপো জয়ের ইতিহাস গড়েছিলেন ভারতের সোনার মেয়ে সিন্ধু। এবার টোকিওর মঞ্চেও কোয়ার্টার ফাইনালে জাপানের ইয়ামাগুচিকে হারিয়ে পদকের কাছাকাছি পৌঁছে গেলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584