মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
টোকিও অলিম্পিক্স ২০২০-তে ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু। বিশ্বের এক নম্বরের কাছে সেমিফাইনালে হেরে স্বর্ণপদকের জেতার দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু। সেই ম্যাচের দুরন্ত প্রত্যাবর্তন ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর।
রবিবার অলিম্পিকে বিশ্বের ন’ নম্বর চিনের হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে পরাজিত করে ব্রোঞ্জ জিতলেন তিনি। সিন্ধুর পক্ষে ২১-১৩, ২১-১৫ ফল করে। শুধু ব্রোঞ্জ জেতাই নয়, ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে টানা দু’টি অলিম্পিক্সে পদক জয়ের ইতিহাসও গড়ে ফেললেন তিনি।
আগের বছর অর্থাৎ ২০২০-তে রিয়ো অলিম্পিক্সে সিন্ধুর প্রথম অলিম্পিক্স পদক পেয়েছিলেন। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন। এ বার টোকিও অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জিতলেন।
আরও পড়ুনঃ রুপো জয়ী মীরাবাঈ চানুকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করল মণিপুর সরকার
এ বারের অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন পি ভি সিন্ধু। সব মিলিয়ে অলিম্পিক্সে জোড়া পদক হয়ে গেল তাঁর। এদিন ব্রোঞ্জ মেডেলের ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ রেখে দিয়েছিলেন হায়দরাবাদি শাটলার। প্রথম গেমে চিনা প্রতিপক্ষকে একপ্রকার দাঁড়াতেই দেননি তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন। প্রথম গেম জিতে নেন ২১-১৩ গেমে। এরপর দ্বিতীয় গেমে বিশ্বের ন’নম্বর খেলোয়াড় কিছুটা লড়াই করেন। দ্বিতীয় গেম জেতেন ২১-১৫ ব্যবধানে। নিজের ভাগ্যের জোরে ম্যাচ বের করে নেন সিন্ধু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584