নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে এই প্রথমবার পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটি-র আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছে। বহরমপুরে একটি বেসরকারি হোটেলে পিএসি বিষয়ক আলোচনার জন্য পুরো দল হাজির হয়েছে । আজ সাংবাদিক বৈঠক করেন পিএসি চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান মোটামুটি ১০ টি বিষয় নিয়ে আলোচনা হবে।
মুর্শিদাবাদে পাট চাষ যেহেতু বিপুল পরিমাণে হয় তাই তাদের আর্থিক ভাবে সাহায্য করা এবং পরিশ্রুত পানীয় জল নিয়ে আলোচনা করা হবে। যেহেতু মুর্শিদাবাদ জেলায় জলে আর্সেনিকের প্রভাব অনেক বেশি, এছাড়াও নমামি গঙ্গে কর্মসূচি নিয়ে জল দূষণমুক্ত করা নিয়েও আলোচনা করা হচ্ছে, আর ও একটি বিষয় যেখানে মুর্শিদাবাদের পাট যেহেতু বিখ্যাত, সেখানে প্লাস্টিক বর্জন করতে বলা হচ্ছে, পাটকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম দ্রব্য তৈরির প্রক্রিয়া যাতে করা যায় সেই দিকে নজর রাখা হচ্ছে।
এক কথায় পাট কে গোল্ডেন ফাইবার বলা হয়। পশ্চিমবঙ্গে তাই বহু জুট মিল আছে বলা যেতেই পারে। পানীয় জলের কোথাও সমস্যা আছে কিনা এবং সরবরাহ ঠিক হচ্ছে কিনা সেই ব্যাপারে দেখা হবে।এইসব সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা চলবে এবং সেটি কেন্দ্র সরকারের কাছে জানানো হবে।
আরও পড়ুনঃ সাংবাদিক সম্মেলনে রাজ্যের উন্নয়নে বিজেপির বিকল্প ভাবনা প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন নাড্ডা
সারা ভারতবর্ষে অর্থ খরচ থেকে শুরু করে সমস্ত রকম স্ক্রুটিনি করে থাকে এই দল।ভারতবর্ষের বড় বড় শহরে এই দলের আলোচনা হয় কিন্তু এইবার মুর্শিদাবাদে এই আলোচনা পর্ব রাখা হয়েছে। স্বাধীন ভারতে ইন্দিরা গান্ধির কথামতোই পিএসির চেয়ারম্যান বিরোধী দল থেকে নির্বাচন করা হয়।
কারণ তিনি মনে করেন ক্ষমতায় থাকা সরকার কি কাজ করছে বা অর্থ খরচ করছে সেটি বিরোধী দলের সদস্য হলে আরও ভাল হবে তা বিচার করতে পারবেন ৷ এই মনোভাব নিয়েই বিরোধী দল থেকে চেয়ারম্যান মনোনীত করা হয়ে থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584