সেরা সিনেমাটোগ্রাফির খেতাব জিতল সত্যজিতের ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’

0
132

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অন্ধ চিত্রকরের জীবন নিয়ে পরিচালক সত্যজিৎ দাস বানিয়েছেন ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। নানা ফেস্টিভ্যালে প্রশংসিত হওয়ার পর এবার সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেল এই ছবি। ছবির সিনেমাটোগ্রাফার সৌরিদেব চ্যাটার্জি। তিনি ‘NIIFA’ র ছাত্র।

Sattyajit Das | newsfront.co
সত্যজিৎ দাস, পরিচালক

আমেরিকার ‘সালিসবুরি ইউনিভার্সিটি’র ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে সত্যজিতের এই ছবি। সত্যজিৎ সেখানে চলচ্চিত্রের ছাত্র হিসেবে অংশ নেন।

আরও পড়ুনঃ জনপ্রিয়তম আঞ্চলিক ভাষার ওয়েব সিরিজ ‘শব্দ জব্দ’, ঘরে এল ব্রোঞ্জ

film festival | newsfront.co

আর সেখানেই সেরা সিনেমাটোগ্রাফির সম্মান পায় ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। সম্মানিত হন সত্যজিৎ-ও।  স্বভাবতই খুশি পরিচালক সত্যজিৎ৷ একের পর এক শর্ট ফিল্ম বানিয়ে চলেছেন এই নবীন পরিচালক। লকডাউনে সত্যজিতের বেশ কিছু কাজ মন মজিয়েছে দর্শকের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here