ভারত থেকে চিনি ও তুলো আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত খারিজ

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বুধবারই ভারতের উপর থেকে বাণিজ্য সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায় পাকিস্তান। ইমরান খান প্রশাসন ভারত থেকে চিনি ও তুলো আমদানিতে সম্মতি দিয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই উল্টো সিদ্ধান্ত। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাক ক্যাবিনেট এই সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে।

Imran Khan | newsfront.co
ফাইল চিত্র

২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয় দুই দেশের সম্পর্কে। বাণিজ্যেও তার প্রভাব পড়ে । ভারত থেকে কোনও কিছু আমদানিতেই নিষেধাজ্ঞা জারি করে ইসলামাবাদ।

অবশেষে দীর্ঘ সময় পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে হাঁটছিল ইমরান খানের সরকার। কয়েকদিন আগে পাকিস্তানের নব নিযুক্ত অর্থমন্ত্রী হামাদ আজহার জানিয়ে দেন, ভারত থেকে মোট ২১টি সামগ্রী আমদানিতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। এর মধ্যে অন্যতম চিনি ও তুলা।

আরও পড়ুনঃ ১০বছর বয়সী নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে ফাঁসির সাজা উত্তরপ্রদেশের আদালতের

স্বাভাবিক ভাবেই এই খবরে ভারত-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্কে উন্নতির সম্ভাবনা দেখছিল দুই দেশের বাণিজ্যিক মহল। কিন্তু বৃহস্পতিবার সেই পরিস্থিতি আবারও পাল্টে গেল। মূলত ইমরান প্রশাসনের কট্টরপন্থীরা চাইছেন না ভারতের সামনে নত হোক পাকিস্তান। তুলো কিংবা চিনির মতো জরুরি দ্রব্য আমদানি করার সিদ্ধান্তকে তাঁরা একেবারেই সমর্থন করছেন না।

আরও পড়ুনঃ ভারতে একাধিকবার মানবাধিকার লঙ্ঘন, উদ্বেগ প্রকাশ বিডেন প্রশাসনের

এই মুহূর্তে পাকিস্তানে বস্ত্র শিল্পের অবস্থা খুবই শোচনীয়। তাই সেখানকার বস্ত্র ব্যবসায়ীরা চাইছিলেন, ভারত থেকে তুলো আমদানিতে সম্মতি দিক ইসলামাবাদ। পাকিস্তানের বস্ত্র মন্ত্রকও এই আর্জি জানিয়েছিল সরকারের কাছে। কিন্তু শেষ পর্যন্ত ক্যাবিনেটের চাপে পড়ে পিছু হটতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here