পুলওয়ামা দায় স্বীকার করে হত্যার কৃতিত্ব দাবি ইমরান মন্ত্রীসভা সদস্যের

0
85

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

pak ministry | newsfront.co
দায় স্বীকার। ছবিঃ এএনআই টুইটের স্ক্রিনশট

অবশেষে পাকিস্তান পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করে নিল। ইমরান খান মন্ত্রিসভার মন্ত্রী ফওয়াদ চৌধুরী ইমরান বৃহস্পতিবার সংসদে অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছেন, পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যার পিছনে পাকিস্তানেরই হাত রয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদে, মন্ত্রী তাঁর দল পিটিআইপিকে কৃতিত্ব দিয়ে বলেন, ‘পুলওয়ামার হামলার ঘটনা একটা বড় কাজ। আমরা ভারতের ভিতরে ঢুকে মেরেছি। এটা ইমরান খান সরকারের কৃতিত্ব।’

পাকিস্তানের এক সাংসদ বুধবার (২৮ অক্টোবর) সে দেশের পার্লামেন্টে বলেন, ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের হামলার ভয়েই ইমরান খান সরকার হঠাৎ মুক্তি দিয়ে দেয়। বালাকোট হামলার পরপরই ভারত-পাকিস্তানের পাইলটদের মধ্যে লড়াইয়ের সময় বিমান ভেঙে পাকসেনার হাতে বন্দি হয়েছিলেন অভিনন্দন বর্তমান।

আরও পড়ুনঃ ফ্রান্সে ফের চার্চে হানা, ছুরিকাহত হয়ে নিহত ৩

জাতীয় সংসদ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) নেতা আয়াজ সাদিক বলেন, অভিনন্দন বর্তমান বন্দি হওয়ার পর পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি একটি বৈঠকে বলেন, অভিনন্দন বর্তমানকে মুক্তি না দিলে, ভারত পাকিস্তানের উপর শীঘ্রই হামলা করবে। শুধু তাই নয়, অভিনন্দন বর্তমানকে মুক্তি না দিলে ওই দিন রাত ৯টার মধ্যে প্রত্যাঘাত করবে ভারত, এমন আশঙ্কা করা হয়েছিল। পিএমএল-এন নেতা সাদিক এমন কথাই জানান।

বুধবার অভিনন্দন বর্তমানের মুক্তি নিয়ে পাকিস্তানের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ভারতের ‘কৃতিত্ব’ নিয়ে আলোচনা শুরু হয় সব মহলে। তৎক্ষনাৎ নিজেদের কৃতিত্ব জাহির করতে পুলওয়ামার দায় নিজেদের ঘাড়ে নিয়ে মোদী সরকারের উপর থেকে চাপ অনেকটাই লাঘব করে দিল পাকিস্তান। পুলওয়ামায় ‘ইন্টেলিজেন্স ফেলিওর’ নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকে।

আরও পড়ুনঃ ট্রাম্পের নির্বাচনী প্রচার ওয়েবসাইট হ্যাক

পুলওয়ামার হামলার উত্তরে গত বছরের ২৬ ফেব্রুয়ারি বালাকোটের পাক ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করে ভারত, এরপর ১ মার্চ অভিনন্দন বর্তমানকে ছেড়েও দিয়েছিল পাকিস্তান। পরবর্তীতে, জইশ-ই-মহম্মদ ঘটনার দায় স্বীকার করার পরেও ইমরান খান পুলওয়ামা কাণ্ড এবং পাকিস্তানে জঙ্গি ঘাঁটির অস্তিত্ব অস্বীকার করে তিনি বলেছিলেন, পুলওয়ামা কাণ্ড ভারতের অভ্যন্তরীণ শক্তির কাজ। কিন্তু এবার পাকিস্তানের মন্ত্রী নিজেই পুলওয়ামা কাণ্ডের দায় স্বীকার করে নিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুললেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here