‘পাকিস্তান দিবস’-এ মোদির শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত পাক প্রধানমন্ত্রী ইমরান খান

0
73

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

শুরু থেকেই ভারত বিরোধিতা পাকিস্তানের একমাত্র এজেন্ডা। একাধিক যুদ্ধে হার ও বাংলাদেশের জন্মের ক্ষত থাকা সত্বেও ভারতকে উত্যক্ত করাই দেশটির উদ্দেশ্য। তবে ইদানিং পরিস্থিতি পাল্টেছে। আন্তর্জাতিক চাপ ও ভারতের কড়া জবাবে একাধিকবার শান্তির বার্তা দিয়েছেন পাক সেনাপ্রধান থেকে প্রধানমন্ত্রী। এই কারণেই ‘পাকিস্তান দিবস’ উপলক্ষে ইমরান খানকে চিঠি লিখে শুভেচ্ছা জানান মোদি।

Imran Khan PM Modi | newsfront.co
কোলাজ চিত্র

প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে ভাল সম্পর্ক চায় ভারত। চিঠিতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছিলেন তিনি। তাতেই ইতিবাচকভাবে সাড়া দিলেন ইমরান খান। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিলেন চিঠিতে।

চিঠিতে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারত-সহ প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশগুলির নিজেদের মধ্যে সম্পর্ক ভাল থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত ইস্যুর সমাধান করা সম্ভব। যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা।” একইসঙ্গে করোনা অতিমারীর সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান।

আরও পড়ুনঃ অবাঞ্ছিত ফোন-এসএমএস আটকানোর নতুন বিধি নিয়ে চিঠি ট্রাই-এর, কার্যকর ১এপ্রিল থেকে

সম্প্রতি ইস্তানবুলে ভারত-পাক বিদেশমন্ত্রকের সাক্ষাৎ হয়েছিল। যদিও আলাদা করে কোনও বৈঠক হয়নি। তবে ইমরানের এই চিঠিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here