পাকিস্তান ১১৪ই অল আউট-শ্রীলঙ্কার রুদ্ধশ্বাস জয়ে নায়ক ৪০০ ক্লাবের সদস্য হেরাথ

0
457

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

মাত্র ১৩৬ রান তাড়া করতে গিয়ে হেরাথের স্পিনের সামনে আত্মসমর্পণ করলেন পাক ব্যাটসম্যানরা৷ ১১৪ রানে গুটিয়ে গেল পাক ইনিংস৷ আবু ধাবিতে সিরিজের প্রথম টেস্ট ২১ রানে জিতে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা৷

সংক্ষিপ্ত স্কোরবোর্ড।(ছবি-টুইটার)

৪৩ রান দিয়ে ছ’টি উইকেট তুলে নিলেন রঙ্গনাথান হেরাথ৷ ম্যাচ ১০ উইকেট লঙ্কার বাঁ-হাতি স্পিনারের৷ শ্রীলঙ্কার দ্বিতীয় স্পিনার হিসেবে চারশো উইকেটের মাইলস্টোনও ছুঁলেন তিনি৷

একেরপর এক শিকার করে ৪০০ ক্লাবের নতুন সদস্য।(ছবি-টুইটার)

প্রথম ইনিংসে দুই দলই সমানে সমানে জবাব দিচ্ছিল। শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে ৩ রানের লিড নিয়ে পাকিস্তান করেছিল ৪২২। দ্বিতীয় ইনিংসেও দুই দল সমানে সমান জবাব দিয়েছে-কিন্তু এবার লড়াইটা বোলারদের। ৪ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কা আজ অলআউট হয়েছে আরও ঠিক ৬৯ রান যোগ করেই। ৫ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।

কিন্তু সহজ লক্ষ্যটা শুরুতেই কঠিন বানিয়ে ফেলে পাকিস্তান। নিয়মিত বিরতিতে হারায় উইকেট। ৩৬ রানে পড়ে যায় ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে হারিস-সরফরাজ মিলে ৪২ রান যোগ করায় মনে হচ্ছিল পাকিস্তান বুঝি জিতেই যাবে। ৫ উইকেট হাতে রেখে ৫৮ রান দরকার। এমন সময় আবারও পথ হারায় পাকিস্তান। মাত্র ১৬ রানে শেষ ৪ উইকেট পড়েছে তাদের। এর তিনটিই নিয়েছেন হেরাথ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here