কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচের দল ঘোষণা করল পাকিস্তান। আগামী রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ। ভারতের বিরুদ্ধে সম্ভাব্য পাকিস্তান অধিনায়ক- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান সহ-অধিনায়ক হাসান আলি, ফাখার জামান, হারিস রাউফ, শাহীন আফ্রীদি ও হায়দার আলী। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে ৫-০তে এগিয়ে ভারত। তবুও বাবর আজমের আস্ফালন ও দল ঘোষণা মাইন্ড গেমস পাকিস্তান ম্যাচ জিততে পারে কিনা সেটা দেখার।
সম্প্রতিকালে ভারত পাকিস্তান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাঁচবার মুখোমুখি হয়েছে এবং পাঁচটিতে ভারত জিতেছে সেই ধারা অক্ষুন্ন রাখতে তৈরি বিরাটের ভারত। যদিও দীর্ঘদিন ভারত পাকিস্তানের মুখোমুখি হয়নি। তাই দুই দেশের ক্রিকেটপ্রেমী আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের দিকে অধীর আগ্রহে মুখিয়ে রয়েছে। Pakistan
Pakistan open T20 World Cup campaign on Sunday
More details
https://t.co/jNJ0nfEIOg#WeHaveWeWill | #T20WorldCup
— PCB Media (@TheRealPCBMedia) October 23, 2021
এছাড়া সাম্প্রতিককালে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে অভূতপূর্ব উত্থান ও দলের খেলোয়াড়দের পারফরম্যান্স এককথায় অনবদ্য। ম্যাচের একদিন আগে সম্ভাব্য দল ঘোষণা করার মাধ্যমে বাবর আজম যে মাইন্ড গেম খেলতে চাইছে সেটা স্পষ্ট দৃশ্যমান। বর্তমান ক্রিকেট ভারত পাকিস্তানের থেকে অনেক এগিয়ে তবে বিশেষজ্ঞদের ধারণা রবিবার ম্যাচে যারা মানসিক দিক থেকে এগিয়ে থাকবেন তারা অনেকটা সুবিধা। এছাড়া ভারতীয় দলে একাধিক ম্যাচ উইনার সঙ্গে বিরাট কোহলি জাসপ্রিত বুমরাহ সম্পত্তি ফর্ম সর্বোপরি মেন্টর মহেন্দ্র সিং ধোনি ভারতের দলে যোগদান ভারতীয় দলে প্রভাব পড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
আরও পড়ুনঃ ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রাখল বেলজিয়াম
বর্তমানে পাকিস্তান ক্রিকেট সম্পর্কে কিছু না বলাই ভালো। নিউজিল্যান্ড-ইংল্যান্ড তাদের প্রস্তাবিত পাকিস্তান সফর বাতিল করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগেই প্রস্তুতি ম্যাচ হিসাবে ধরা হয়েছিল। আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ ছাড়াই সংযুক্ত আমিরশাহী এসেছে। বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলার আগে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে একটি জয় ও একটি পরাজয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584