কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিন ও টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান। ডাক পেলেন অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক মহম্মদ হ্যারিস। এছাড়া শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ দলে ফিরলেন। তবে দলে রাখা হয়নি অভিজ্ঞ শোয়েব মালিক ও সরফরাজ আহমেদকে। পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাহোরে। শুক্রবার পাকিস্তান আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের ম্যাচের জন্য কুড়ি জনের দল নির্বাচন করা হয়।
এরা হলেন বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, সহ অধিনায়ক আব্দুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফাকার জামান, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, ইফতিকার আহমেদ, ইমাম-উল-হক, খুষদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, মহাম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাউদ শাকিল, শাহনওয়াজ দাহানি, শাহীন শাহ আফ্রিদি, দেখান এবং ওসমান কাদির। দলে নেওয়া হয়নি প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে।
আরও পড়ুনঃ হোলির দিন উন্মোচন হল কেকেআরের নতুন জার্সির
অপরদিকে লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি মাত্র টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে পাকিস্তান। এরা হলেন বাবর আজম (অধিনায়ক), শাদাব খান(সহ অধিনায়ক), আসিফ আফ্রিদি, আসিফ আলি, ফাকার জামান, হায়দার আলি ,হ্যারিস রউফ, হাসান আলি, ইফতিকার আহমেদ, খুষদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রীদি, শাহনেওয়াজ দাহানি, এবং ওসমান কাদির। উল্লেখ্য, দলের অভিজ্ঞ টি-টোয়েন্টি স্টার শোয়েব মালিককে দলে রাখা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584