ওয়েবডেস্কঃ-
ক্যাপ্টেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে পাত্তাই পেলনা পাকিস্তান। রবিবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে দিল ভারত।
পাকিস্তান টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রান তোলে।আজ ইনিংসের শুরুতে ধীরে চলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তাই ভারতীয় পেসাররা শুরুতে উইকেট না পেলেও রান রেট নিয়ন্ত্রণে রাখে।পরে স্পিনাররা উইকেট তুলতে শুরু করে। ইমামুল হককে ব্যক্তিগত ১০ রানের মাথায় ফিরিয়ে দিয়ে শুরু করে চাহল। পাকিস্তানের হয়ে শোয়েব মালিক ৭৮, অধিনায়ক সরফরাজ ৪৪ শেষের দিকে এ. আলি চালিয়ে খেলে ৩০ রান করেন। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ কৃপণতম বোলিং করে ১ টি মেডেন সহ ১০ ওভারে ২৯ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন।
জবাবে ব্যট করতে নেমে ক্যাপ্টেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের জোড়া সেঞ্চুরিতে ৬৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে সহজেই জয়লাভ করে ভারত। ভারত একমাত্র ধাওয়ানের (১১৪) উইকেট হারায় তাও আবার ভুল বোঝাবুঝির রান আউটে। শেষ পর্যন্ত রোহিত শর্মা অপরাজিত থাকেন ১১১ রানে।
ভারতের এই জয়ে বিশ্রামরত ক্যাপ্টেন বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকর টুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানান।(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584