নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে ভারত আবারও পাকিস্তানের অভ্যন্তরে হামলা করতে পারে।চলতি বছরের এপ্রিলের ১৬ থেকে ২০ তারিখের মধ্যে এই হামলা হবার আশঙ্কা রবিবার হঠাৎই এরকম এক হতাশাজনক বিবৃতিতে এমন আশঙ্কা প্রকাশ করলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
আর পাক বিদেশ মন্ত্রীর এই আশঙ্কা প্রকাশের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে পাকিস্তানের এই আতঙ্ক দায়িত্বজ্ঞানহীন।
MEA in response to queries on statement by Pak Foreign Min:Pak has been advised to use established diplomatic&DGMO channels to share actionable&credible intelligence it has about terror attacks.India reserves the right to respond firmly&decisively to cross border terrorist attack https://t.co/RNphUusZPO
— ANI (@ANI) April 7, 2019
ইমরান খানের সরকার উপমহাদেশের যুদ্ধের আতঙ্ক ছড়াতে চাইছে।এই ধরনের আতঙ্ক ছড়িয়ে পাকিস্তান তাদের মদদপুষ্ট জঙ্গিদের ভারতে হামলার ক্ষেত্রে উৎসাহিত করছে।পাশাপাশি ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে পাকিস্তানকে পরামর্শ দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য তাদের গোয়েন্দাদের ব্যবহার করা উচিৎ।
আরও পড়ুনঃ পাকিস্থানের হাতে বন্দী ভারতীয় মৎসজীবীদের প্রত্যর্পণের সিদ্ধান্ত
সূত্রের খবর,যেহেতু সন্ত্রাসবাদ দমনের জন্য একাধিকবার ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জানানো হয়েছে এবং এর আগে ২০১৪ এর উরি হামলা এবং ২০১৯ এর পুলওয়ামা হামলার পরে পাক অভ্যন্তরে ঢুকে ভারতীয় সেনার পাল্টা প্রত্যাঘাত যার ফলে নিশ্চিহ্ন হয়ে গেছে উল্লেখযোগ্য কয়েকটি জঙ্গী ঘাঁটি সেই জন্য আতঙ্কিত হয়ে পাকিস্তানের এমন আশঙ্কা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584