দ্বিতীয় টেস্টও বেকায়দায় পাকিস্তান

0
69

স্পোর্টস ডেস্কঃ

প্রথম টেস্টে হার হজম করার পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান।জবাবে দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১২৩।

ছবি সৌজন্যে-https://twitter.com/cricket_country/status/1080871983133351936?s=19

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। স্টেইন(৩), ফিলান্ডার(১), রাবাডা(২) ও অলিভিয়ারের (৪) সম্মিলিত বোলিং আক্রমণের সামনে আত্মসমর্পণ করে পাকিস্তানের ব্যাটিং। অল আউট হয়়ে যায় ১৭৭ রানে।পাকিস্তানের হয়ে অধিনায়ক সরফরাজ করেন ৫৬।

জবাবে মার্ক্রামের ৭৮ রানের সুবাদে ২ উইকেটে ১২৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ২০ রান করে এলগার আউট হন আমিরের বলে। দিনের শেষ বলে মাসুদের শিকার হন মার্ক্রাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here