অবসর নিলেন পাক পেসার উমার গুল

0
87

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

এবার সকল ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন টি-২০ ক্রিকেটের এক পাকিস্তানের পেস বোলার উমার গুল।বালুচিস্তানের হয়ে পাকিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট খেলার আগেই তিনি জানিয়েছিলেন, টুর্নামেন্ট শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন। আর শেষ অবধি সেটাই করে দেখালেন।

Umar Gul | newsfront.co

নিজের ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারকে অবশেষে বিদায় জানালেন। টুইটারে পোস্ট করে এই অবসরের কথা জানালেন তিনি। শেষ হল পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পেস বোলারের আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়।

২০০৩ সালে বংলাদেশের বিরুদ্ধে ওয়ামদে ক্রিকেটে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উমার গুলের। ওই বছরই টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটান জিম্বাবওয়ের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ডিকের অবস্থা দেখে নিজের কথা মনে পড়ছে গম্ভীরের

২০০৪ সালে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের তারকা সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে লাহোরে পাঁচ উইকেট নিয়েছিলেন গুল। ২০০৭ সালের উদ্বোধনী টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছিলেন গুল।

আরও পড়ুনঃ জল বইতে তার কোনো অসুবিধা নেই, বলছেন তাহির

ফাইনালে উঠে ভারতের কাছে হারলেও অত্যন্ত ভালো পারফর্মেন্স ছিল এই পেসারের। ৭ ম্যাচে ১১.৯২ গড়ে ১৩টি উইকেট নিয়ে সেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন গুল। এর পরের বছরেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন উমার গুল।

যদিও তার পরের বছর থেকে পাকিস্তানের ক্রিকেটারদের আর সুযোগ দেওয়া হয় না আইপিএলে খেলার জন্য। এরপর ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপেও ভাল পারফরম্যান্স বজায় রেখেছিলেন উমার গুল। তার আগুনে বোলিংয়ের উপর ভর করেই ইংল্যান্ডে টি টোয়েন্টি বিশ্বকাপ পায় পাকিস্তান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here