ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো করার আইন আনতে চলছে পাকিস্তান

0
79

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ধর্ষণের বিরুদ্ধে নতুন আইনের পথে পাকিস্তান, রাসায়নিক প্রয়োগে ধর্ষকদের পুরুষাঙ্গ অকেজো করে দেওয়ার সিদ্ধান্ত।

Imran Khan | newsfront.co
ইমরান খান। ফাইল চিত্র

রাসায়নিক প্রয়োগে পুরুষাঙ্গ অকেজো করে (কেমিক্যাল ক্যাস্ট্রেশন) দেওয়া হবে ধর্ষকদের, ধর্ষণের ঘটনা কমাতে সিদ্ধান্ত পাক মন্ত্রিসভার। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানের অনুমোদন ও পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও টেলিভিশন।

ধর্ষণের মামলাগুলিকে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম,তবে এ নিয়ে কোনও সরকারি ঘোষণার খবর এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে জনসভায় বেলাগাম অগ্নিমিত্রা

শাসকদল তেহরিক-ই-ইনসাফের সেনেটর ফয়জল জাভেদ খান একটি টুইটে জানিয়েছেন, ধর্ষণ দমনে নতুন আইনের খসড়া শীঘ্রই পার্লামেন্টে পেশ করা হবে।

জানা গিয়েছে,ওই খসড়ায় পাকিস্তানে মহিলাদের নিরাপত্তায় জরুরি ভিত্তিতে কয়েকটি বিশেষ ব্যবস্থা নেওয়ার সুপারিশ রয়েছে। পুলিশে আরও বেশি সংখ্যায় মহিলা কর্মী নিয়োগ, দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতে ধর্ষণের মামলাগুলির বিচার এবং ধর্ষণের ঘটনার সাক্ষীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এইগুলি তার মধ্যে অন্যতম।

আরও পড়ুনঃ সারা বাংলায় অমিই পর্যবেক্ষক…বাঁকুড়া থেকে হুঁশিয়ারি মমতার

জিও টেলিভিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান বৈঠকে বলেছেন, নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা প্রয়োজন।

ইমরান জানিয়েছেন, নতুন আইন হবে কঠোর এবং স্বচ্ছ। বিচার প্রক্রিয়াও হবে দ্রুততর। ধর্ষিতারা যাতে নির্ভয়ে ঘটনার অভিযোগ জানাতে পারেন তা সুনিশ্চিত করা হবে এবং ধর্ষিতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে প্রশাসন।ধর্ষিতাদের পরিচয় গোপন রাখা হবে।

পাক সংবাদমাধ্যমের খবর, বৈঠকে কোনও কোনও মন্ত্রী ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ারও দাবি জানালে, প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রথম পর্যায়ে রাসায়নিক প্রয়োগে ধর্ষকদের পুরুষাঙ্গ অকেজো করে দেওয়ার পদক্ষেপ নিয়ে শুরু করে পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে আরও পরিবর্তন করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here