যুদ্ধ জিগিরে ভোট জিততে চেয়েছে বিজেপি,মার্কিন রিপোর্টের ভিত্তিতে ট্যুইট পাক প্রধানমন্ত্রীর

0
110

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

Pakistan prime minister tweet
ছবিঃ টুইটার

“বিজেপির যুদ্ধ জিগির ব্যর্থ” মার্কিন রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণ ইমরানের।

সাম্প্রতিককালে প্রকাশিত মার্কিন তথ্যকে হাতিয়ার করে এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

উল্লেখ্য,চলতি বছরের গত ১৪ই ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় কাপুরুষোচিত জঙ্গি হামলার পর জঙ্গী ঘাঁটিগুলো নিকেশ করতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটায় অভিযান চালায়।

যদিও ভারতের পক্ষ থেকে প্রত্যাঘাতের পর বায়ু সেনার পক্ষ থেকে উল্লেখযোগ্যভাবে জঙ্গী হতাহতের কোনো রিপোর্ট পেশ করা হয়নি।কিন্তু সরকারি ভাবে বারবার দাবি করা হচ্ছিল প্রায় ৩০০ থেকে ৪০০ জঙ্গি নিকেশ,এর পাশাপাশি পাকিস্তানের F16 যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে ওই কয়েক দিনে পাকিস্তানি প্রত্যাঘাত এ নেতৃত্ব প্রদানকারী বেশকিছু সেনার একাধিক ভুয়ো ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তিতে পড়ে ছিলেন নেটিজেন মহল।

এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসে মার্কিন সেনাদের পর্যবেক্ষণ করা একটি রিপোর্ট।রিপোর্টে প্রকাশিত তথ্যে দাবি করা হচ্ছে ভারতীয় বায়ুসেনা কর্তৃক পাকিস্তানের কোন F 16 যুদ্ধবিমান ধ্বংস করা হয়নি।অবশ্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে পাকিস্তানের কোন F16 যুদ্ধবিমান নিখোঁজ নেই।

আর এবার মার্কিন সংবাদ মাধ্যম তথা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এই রিপোর্টকে হাতিয়ার করে ভারতের কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে কড়া জবাব দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার টুইটার থেকে মন্তব্য করেন,”সত্যি কখনওই চাপা থাকে না৷

এটাই সবচেয়ে ভালো৷যুদ্ধের জিগির তুলে নির্বাচন জেতার চেষ্টা বুমেরাং হয়ে গিয়েছে বিজেপি-র৷ পাকিস্তানের F16 বিমান ধ্বংস নিয়েও ভারতের দাবিকে প্রমাণ করে দিয়েছে আমেরিকা।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দিয়েছে, পাকিস্তানের কোনও F16 বিমান মিসিং নেই ৷”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here