মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:
শ্রীনগর থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজায় যেতে হলে এবার ঘুরপথে যেতে হবে ভারতকে। হ্যাঁ, পাকিস্তানের আকাশসীমায় উড়বে না ভারতের উড়ান। বুধবার সাফ জানিয়ে দিল পাকিস্তান। এই ঘোষণার প্রভাব পড়বে দু’দেশের বিমান পরিষেবার উপর।
এর আগে আকাশপথে শ্রীনগর থেকে শারজা যেতে হলে যে সময় লাগত, এখন পথ পরিবর্তন করে ঘুরপথে উদয়পুর, আমেদাবাদ এবং ওমান হয়ে শারজায় পৌঁছতে নির্ধারিত সময়ের থেকে আরও এক ঘণ্টা বেশি সময় লাগবে। ফলে এই রুটে যাত্রা করতে আরও বেশি টাকা খসাতে হবে যাত্রীদের। শ্রীনগর থেকে শারজা যাওয়ার জন্য ভারতকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
আরও পড়ুনঃ অবশেষে কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
তিনি বলেন, “এর আগেও ২০০৯-১০ সালে ঠিক একই রকম পদক্ষেপ করেছিল পাকিস্তান। ভারত তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে তখনও জানিয়েছিল পাকিস্তান। ফলে সেইসময় শ্রীনগর থেকে দুবাই বিমান পরিষেবার উপর এর প্রভাব পড়েছিল।” এবার আবারও একই সিদ্ধান্ত নিল পাকিস্তান। তবে ওমর আবদুল্লা আশাপ্রকাশ করেছেন যে, এই পদক্ষেপ বেশিদিনের জন্য নয়, দ্রুতই পাকিস্তান তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584