শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে, পাকিস্তানের জয়ে উচ্ছাস প্রকাশ কখনোই দেশদ্রোহিতা নয়- ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস দীপক গুপ্তার। সম্প্রতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত- পাকিস্তান ম্যাচে ভারতকে হারিয়ে জয়ী হয় পাকিস্তান। পাকিস্তানের জয়ে উচ্ছাস প্রকাশ করা যেন দেশদ্রোহিতারই নামান্তর এমনটাই মনে হতে থাকে নেট মাধ্যমের লেখালেখিতে। হুঁশিয়ারি থেকে গালাগালি সবই চলতে থাকে।
একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যম সাম্প্রতিক এই বিষয় নিয়েই একটি সাক্ষাৎকারে প্রশ্ন করে বিচারপতি দীপক গুপ্তাকে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “ ক্রিকেট ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তান জয়ী হওয়ায় উচ্ছাস প্রকাশ কখনোই দেশদ্রোহিতা নয়, তবে তা নিশ্চিতভাবে হাস্যকর যখন কেউ একে দেশদ্রোহিতা বলে মনে করেন।“
আরও পড়ুনঃ শুধুমাত্র নিষিদ্ধ আতশবাজিতেই নিষেধাজ্ঞা, সরকারি এজেন্সি সহ সকলকে মানতে হবে নির্দেশঃ সুপ্রিম কোর্ট
প্রাক্তন বিচারপতি দীপক গুপ্তার মতে পাকিস্তানের জয়ে কেউ আনন্দিত হলে তা কখনোই অপরাধ হিসেবে গণ্য হয়না। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরের করা একটি টুইটের উল্লেখ করে প্রাক্তন বিচারপতি বলেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুধু যে দেশের আইন বিরুদ্ধ তাই-ই নয় বরং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
আরও পড়ুনঃ খড়দায় বাধাপ্রাপ্ত শোভনদেব, বিজেপির জয় সাহাকে ঘিরে তৃণমূলের স্লোগান, রিপোর্ট তলব কমিশনের
বিচারপতি গুপ্তার মতে দেশদ্রোহিতা আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টকে দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করতে হবে দেশদ্রোহিতা আইনের সাংবিধানিক বৈধতা আছে কিনা। আর যদি আইনটি বৈধ হয় তাহলে তার সুস্পষ্ট লক্ষ্মণরেখাও উল্লেখ করতে হবে দেশের সর্বোচ্চ আদালতকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584