শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আর বিদ্রুপ সবসময়ই চলতে থাকে। বাংলাদেশ এই মাঠ ছাড়া জিতে না- গত কয়েকমাসে এমন কথাও প্রচলিত হয়ে গেছে। তবে আজ সেই কথাটি সত্য প্রমাণিত হল না। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পারফর্ম করে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচেও হেরে গেল বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হাসান আলী। অথচও এই হাসান আলী ছিল পাকিস্তানকে সেমিফাইনালে হারানোর খলনায়ক।
রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। বিশ্বকাপে দুর্দান্ত খেলা দলটি ১৬ রানেই প্রথম উইকেট হারায়। ইনফর্ম মোহাম্মদ রিজওয়ানকে (১১) বোল্ড করে দেন মুস্তাফিজুর রহমান। আরেক ওপেনার তথা অধিনায়ক বাবর আজমও তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে করে ১০ বলে ৭ রান। পাকিস্তানের দূর্গে তৃতীয় আঘাত হানেন মেহেদি হাসান। এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন হায়দার আলী (০)। বিশ্বকাপে দারুণ ব্যাটিং করা অভিজ্ঞ অল-রাউন্ডার শোয়েব মালিক আজ ‘ডাক’ মেরে ফিরেন। তাকে দারুণভাবে রান-আউট করেন নুরুল হাসান সোহান। ২৪ রানে নেই ৪ উইকেট হারায় পাকিস্তান।
দ্রুত উইকেট হারানোয় পাকিস্তানের রান তোলার গতি কমে যায়। এই পরিস্থিতি থেকে দলকে আবার টেনে তোলেন ফখর জামান আর খুশদিল শাহ। পঞ্ম উইকেটে তারা ৫০ বলে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেন। ৩৬ বলে ৩৪ করা ফখর জামানকে সোহানের গ্লাভসবন্দি করে ব্রেক থ্রু দেন তাসকিন। এরপর খুশদিল শাহকে ফেরান শরীফুল। আউট হওয়ার আগে ৩৫ বলে ৩ চার ১ ছক্কায় ৩৪ রান করেন খুশদিল। শেষ তিন ওভারে পাকিস্তানের প্রয়োজন হয় ৩২ রানের।
আরও পড়ুনঃ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডেভিলিয়ার্স
সেই জায়গা থেকে পাক দলের দুই স্পিন অলরাউন্ডার নওয়াজ ও শাদাব মাথা ঠান্ডা রেখে চার বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। আজকের ম্যাচে টসে জিতে মিরপুরের ঘূর্ণি পিচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নির্ধারিত কুড়ি ওভারে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট এর বিনিময়ে ১২৭ রান তোলেন। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584