অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের খারাপ খবর পাকিস্তান ক্রিকেটে। একাধিক ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ায় একসময় নিউজিল্যান্ড সিরিজ হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। সেই অবস্থা কাটতে না কাটতে, এবার আঙ্গুল ভেঙে টি ২০ সিরিজ থেকেই ছিটকে গেলেন পাকিস্তান অধিনায়ক ও তাঁদের এক নম্বর ব্যাটসম্যান বাবর আজম।
প্র্যাক্টিসে চোট পান বাবর। এর ফলে শুধু টি ২০ নয়। টেস্ট খেলা নিয়েও আশঙ্কা রয়েছে। অল্প এই কয়েকদিনে কীভাবে সুস্থ হয়ে ২৬ ডিসেম্বর থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ড টেস্ট সিরিজ।
আরও পড়ুনঃ ফের অনিশ্চয়তা! ফের অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে হবে রোহিতকে
পাকিস্তানের হেড কোচ মিসবা-উল-হক “অপ্রত্যাশিত টি ২০ সিরিজে খেলার জন্য মুখিয়ে ছিল বাবর। খুব হতাশ ও আমরা ওর সেরে ওঠার অপেক্ষায় আছি আমাদের সামনে এখন ভরা ক্রিকেট মরসুম। আশা করছি দ্রুত ও সুস্থ হয়ে উঠবে। যাতে জাতীয় দলে পুনরায় কামব্যাক করতে পারে।“
আরও পড়ুনঃ পন্থ করলেন সেঞ্চুরি, প্রথম টেস্টে অনিশ্চিত ঋদ্ধি
এর আগে তাঁদের ওপেনার ইমাম উল হক বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে ফেলেন। পাশাপাশি পাক টি ২০ দলের সহ অধিনায়ক শাদাব খানের কুঁচকিতে চোট রয়েছে। তাই কিউইদের বিরুদ্ধে নামার আগে বেশ চাপে পাকিস্তান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584