আইপিএলকে মিস করে মোদী সরকারকে কাঠগড়ায় তুলছেন আফ্রিদি

0
92

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইপিএলে না খেলতে পারা পাকিস্তানি ক্রিকেটারদের কাছে বড় ক্ষতি বলছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। এরজন্য ফের একবার নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি।

Afridi | newsfront.co
শাহিদ আফ্রিদি

আমিরশাহীর এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানান, ‘পাকিস্তান সরকার সবসময় তৈরি বন্ধুত্বের জন্য। কিন্তু ভারতের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়া কোনওভাবেই সম্ভব নয়। এতে দুই দেশের ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছেন।’

এরপরে আফ্রিদি বলেন , ‘আইপিএল বিশ্ব ক্রিকেটের বিরাট বড় একটা ব্র্যান্ড। আর সেখানে খেলার জন্য বাবর আজমের মত ক্রিকেটাররা মুখিয়ে থাকে। আইপিএল ও ভারতীয় ক্রিকেটাররা ও ওদের মিস করছে। ওরা থাকলে লীগটা আরও জমতো। তাছাড়া চাপের মুখে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা অন্য অভিজ্ঞতা আমি এক বছর আইপিএল খেলে সেটা জানি। আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটারদের বড়সড় একটা সুযোগ হাতছাড়া হচ্ছে।’

আরও পড়ুনঃ হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলে জয়ের খাতা খুললো নাইটরা

ভারতীয় অনুরাগীদের ভালোবাসা প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আমি ভারতের মাটিতে ক্রিকেট দারুণ উপভোগ করেছি। ওদেশের অনুরাগীদের থেকে যা ভালোবাসা আমি পেয়েছি সেটাকে সবসময় সম্মান করি। এখনও সোশ্যাল মিডিয়ায় আমি ওদেশের অনুরাগীদের মেসেজ পাই, আমিও তাদের রিপ্লাই করি। সবমিলিয়ে ভারতের মাটিতে খেলা আমার কাছে সব সময় তৃপ্তির সেটা কখনো ভোলার নয়। ক্রিকেটই পারে দুই দেশকে এক করতে।’

প্রসঙ্গত প্রথম আইপিএলে আফ্রিদি-সহ পাকিস্তান ক্রিকেটাররা খেলেছিলেন কিন্তু মুম্বইয়ে জঙ্গি হানার পর পাক ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি আর দেয় না ভারত সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here