পাথেয় শেষ, ভারত সরকারের কাছে দেশে ফেরানোর আর্জি পাকিস্তানি মহিলাদের

0
57

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

ভারতে আটকে থাকা পাকিস্তানি মহিলাদের একটি দল তাদেরকে পাকিস্তানে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে আর্জি জানাল। দেশের বিভিন্ন প্রান্তে এখনো ১৪৩জন পাকিস্তানি আটকে রয়েছেন। এর আগে লকডাউনের জেরে ভারতে আটকে থাকা ৪১জনকে পাকিস্তানে ফেরার অনুমতি দিয়েছিল ভারত সরকার।

Pakistani | newsfront.co
চিত্রঃ এনডিটিভি

তবে এই মুহূর্তে মুম্বাই আটকে থাকা যে পাকিস্তানি মহিলা দলটি সরকারের কাছে আর্জি জানিয়েছে তাদের মধ্যে বেশকিছু শিশু-বৃদ্ধ রয়েছেন বলে সূত্রের খবর । সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রে খবর ওই দলের অনেকের কাছে টাকা নেই। টাকা ফুরিয়ে এসেছে। ফলে তারা এই মুহূর্তে যথেষ্ট অসহায় হয়ে এদেশে দিন গুজরান করছে।

ওই সংগঠনের এক মহিলার দাবি পাকিস্তানের দূতাবাস তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং ভারত সরকারও তাদের ভিসা বাড়িয়েছে এ জন্য তারা ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। কিন্তু তারা এই মুহূর্তে দেশে ফিরতে চায় তাই ভারত সরকারের কাছে তাদের এই করুন আর্জি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here