৭৬ সালের এক মরসুমে তিনটে ট্রফিকে এগিয়ে রাখছেন পলাশ

0
108

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফোনে বন্ধুর থেকে খবরটা পেয়ে বিশ্বাস করতে পারেন নি। তারপর মোহনবাগান ক্লাবের থেকে অফিসিয়াল ভাবে খবরটা পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন পলাশ নন্দী। নিউজফ্রন্টকে ফোনে জানালেন, ‘সত্যি ভালো লাগছে। মোহন বাগানের জন্য আমি পাগল ছোটোবেলা থেকেই। ওদের কোনো খেলা মিস করি না। আমার পুরো বাড়িই মোহন বাগান। সেই ক্লাবের হয়ে খেলবো সেটা কখনো ভাবি নি। মোহনবাগান রত্ন পাবো সেটা তো স্বপ্নের ব্যাপার খুব আনন্দ পাচ্ছি।’

Palash Nandi | newsfront.co
পলাশ নন্দী। ফাইল চিত্র

একই সঙ্গে তিনি বলেন, ‘মোহন বাগান ক্লাব পারে ফুটবলের বাইরে অন্য খেলাকে সম্মান দিতে। ক্রিকেট খেলে মোহন বাগান রত্ন হওয়া সত্যিই খুব কঠিন। সেখানে ওরা আমার কথা ভেবেছে। ধন্যবাদ জানাই ক্লাব কর্তা দের।‘

তবে ক্লাবে গিয়ে সমর্থকদের মাঝে থেকে পুরস্কারটা নিতে পারলে বেশি ভালো লাগতো তবে সেটা হচ্ছে না। পরিস্থিতির জন্য ভেবে খারাপ লাগছে,’ নিজের মোহনবাগানে খেলার সময় গিয়ে তিনি জানান, ‘৭২ সালে প্রথম চিত্তক মিত্রর হাত ধরে মোহনবাগানে আসি। এরপরে মাঝে ৭৭সালে ইস্টবেঙ্গল ক্লাবে যাই আবার ফিরে আসি মোহনবাগানে।’

আরও পড়ুনঃ এবারের মোহনবাগান রত্ন গুরবক্স সিং, পলাশ নন্দী

নিজের সেরা ট্রফি বলতে গিয়ে পলাশ নন্দী বলেন ‘তখন লড়াই অনেক কঠিন ছিল। লীগ, নক আউট, পিসি এনে তিনটে ট্রফি এক মরসুমে জিতেছিল মোহনবাগানে আমি খুব ভাল পারফর্ম করেছিলাম সেই কারণে সেই ৭৬মরসুমটা আমার কাছে সেরা।‘ একই সঙ্গে মোহনবাগান ও এটিকে মেলবন্ধন ভালো ভাবেই নিচ্ছেন পালশ নন্দী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here