ক্যাপিটল হিলে বিক্ষোভের সময় ভারতীয় পতাকা উড়িয়েছেন কেরলের পালাথিঙ্গাল

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আমেরিকার ক্যাপিটল হিলে বিক্ষোভের সময় ভারতের জাতীয় পতাকা দেখা গিয়েছিল। কিন্তু কে এই পতাকা উড়িয়েছেন? তখনই এই প্রশ্ন উঠেছিল। এর উত্তর পাওয়া গেল শুক্রবার। জানা গিয়েছে, কেরলের ভিনসেন্ট জেভিয়ার পালাথিঙ্গাল ও তাঁর জনা দশেক ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীই এ কাজ করেছেন।

Capitol Hill | newsfront.co

পালাথিঙ্গাল পেশায় একজন ইঞ্জিনিয়ার। ১৯৯২ সালে আমেরিকা যান তিনি। ওয়াশিংটন থেকে পালাথিঙ্গাল জানিয়েছেন, ট্রাম্পের প্রতি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সমর্থনের বার্তা দিতেই পতাকা নিয়ে সেখানে গিয়েছিলেন। পালাথিঙ্গাল রিপাবলিকান পার্টির ভার্জিনিআ-প্রদেশ কমিটির সদস্য।

আরও পড়ুনঃ মুখ পুড়ল ট্রাম্পের, পোয়া বারো সোশ্যাল বাজারের

তিনি জানান, শুধু ভারত নয়, বিশ্বের বহু দেশের প্রবাসী বাসিন্দারা সেখানে হাজির হয়ে ট্রাম্পের প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। তাই বিক্ষোভে ভারত ছাড়াও অন্য দেশের পতাকাও দেখা গিয়েছে। তাঁর কথায়, ‘আমরা ক্যাপিটল ভবনের গেটের অনেক দূরে ছিলাম। জাতীয় সঙ্গীত গাইছিলাম।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here