নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘কুঞ্জছায়া’র পর এবার সান বাংলার ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকে পল্লবী দে। এর আগে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে তাঁকে নবাব সিরাজ উদ দৌল্লার ছোটি বেগম লুতফন্নিসার চরিত্রেও দেখেছেন তাঁকে।
সান বাংলার আসন্ন ধারাবাহিক ‘সরস্বতীর প্রেম’-এ তাঁকে প্রেম বিমুখ এক যৌথ পরিবারের সদস্যা সরস্বতীর ভূমিকায় দেখা যাবে। সরস্বতীর কাছেও প্রেমের কোনও দাম নেই। তার মতে, প্রেম মেক আপ নাকি যে করতেই হবে? প্রেম এক চোরাবালি, পুরো কেস খাবে।…
আরও পড়ুনঃ ‘হারানো সুর’ বাজবে টেলিপর্দায়
সেই সরস্বতীই দিদি যমুনার বিয়ের সম্বন্ধ এলে পাত্রপক্ষর সামনে এসে পড়ে। সে হবু জামাইবাবুকে দেখার আগ্রহ সামলাতে পারে না। সে পাত্রপক্ষের সামনে গেলে পাত্রপক্ষ তাকে বাড়ির বউ করতে চায়। কিন্তু সরস্বতী রাজি নয় তাতে। যমুনার আবার পছন্দ পাত্র পাভেলকে।
সরস্বতীকে পাভেলের সঙ্গে বিয়ে দিতে গেলে সে পালায়। তার দেখা হয় রোহিতের সঙ্গে। রোহিত টাকার কাঙাল। যে কোনও মূল্যেই সে ধনী হতে চায়। একটা চুক্তিতে রোহিতের সঙ্গে বিয়ে হয় সরস্বতীর। তারপর? জানতে হলে আগামী ৭ ডিসেম্বর থেকে সোম থেকে রবি রাত সাড়ে ৯ টায় দেখুন ‘সরস্বতীর প্রেম’ সান বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584