ব্রাজিলে বিমান দুর্ঘটনায় মৃত্যু ফুটবলার, ক্লাব সভাপতির

0
63

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ফুটবলের মক্কা ব্রাজিলের জন্য খারাপ খবর ফিরল সাড়ে চার বছর আগে শ্যাপেকোয়েনসে ফুটবল ক্লাবের মর্মান্তিক বিমান দুর্ঘটনার স্মৃতি। ফের দুর্ঘটনার কবলে পড়ল ব্রাজিলের একটি ফুটবল দল। রবিবার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সে দেশের চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের প্রেসিডেন্ট এবং চারজন ফুটবলার। মারা গিয়েছেন বিমানটির চালকও। ফলে ব্রাজিল-সহ গোটা বিশ্ব কাঁদছে।

Brazil Plane crash | newsfront.co

ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে ৮০০ কিলোমিটার দূরে গোইয়ানিয়ায় যাচ্ছিল পালমাস দল। সেখানেই ভিলা নোভার বিপক্ষে আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোর ম্যাচ ছিল কিন্তু সেটা আর খেলা হল না সেই ফুটবলারদের। এদিন ছোট ওই বিমানটিতে পাঁচজনই ছিলেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। কিন্তু টেকঅফের সময়েই দুর্ঘটনার কবলে পড়ে যায় বিমানটি।

আরও পড়ুনঃ বিশ্বকাপ জিততে না পারলে নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত বিরাটেরঃ পানেসার

নিহত চার ফুটবলার হলেন লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনার। এছাড়া মৃত্যু হয়েছে বিমানটির চালক ওয়াগনারও। এক বিবৃতিতে পালমাস জানিয়েছে, “তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে বিমানটি টেকঅফ করেছিল। কিন্তু একেবারে শেষ প্রান্তে গিয়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।”

আরও পড়ুনঃ অ্যাথলিটদের টিকা দিয়ে এই বছরই হবে অলিম্পিক

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা। মোট ৭৪ জন বিমানযাত্রী ছিলেন, তিনজন ফুটবলার ও এক সাংবাদিক বাদে সবার মৃত্যু হয়। ঘটনার শোক প্রকাশ করে ফিফা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here