মূলগ্রামে বাবা পঞ্চানন পূজো ঘিরে জমজমাট মেলা

0
296

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

panchanan puja at mulgram
নিজস্ব চিত্র

বুধবার ১লা মাঘ উপলক্ষ্যে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত মূলগ্ৰাম পঞ্চাননতলায় বাবা পঞ্চানন পুজো অনুষ্ঠিত হলো।একটি গাছকে কেন্দ্র করেই বাবা পঞ্চানন পুজো হয়।এই পুজোয় বলিদান প্রথা চালু রয়েছে। মনস্কামনা পূরণের জন্যে কাটোয়া ২নং ব্লকের বিভিন্ন গ্ৰামের মানুষজন মূলগ্ৰাম পঞ্চানন তলায় বাবা পঞ্চানন পুজো দেওয়ার জন্যে ভিড় করেন।বাবা পঞ্চানন পুজোয় বসেছে বিশাল মেলা।

panchanan puja at mulgram 2
হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। নিজস্ব চিত্র

এই মেলা দেখতে প্রচুর মানুষজন ভিড় জমাচ্ছে মূলগ্ৰাম পঞ্চাননতলার মাঠে।বাবা পঞ্চানন পুজোয় প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

panchanan puja at mulgram 3
মেলায় মানুষজনের ভিড়। নিজস্ব চিত্র

বাবা পঞ্চানন পুজোয় মানুষদের কোনো অসুবিধা জাতে না হয় তার জন্যে শ্রীবাটী অঞ্চল তৃনমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়েছে।বাবা পঞ্চানন পুজোয় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার,ধৃত চার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here