মনিরুল হক, কোচবিহারঃ
কাজের টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ উঠল কোচবিহার জেলার মেখলিগঞ্জে। মঙ্গলবার নিজেদের কাছের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে অবৈধভাবে টেন্ডার প্রক্রিয়া চালানোর অভিযোগ উঠল মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এনিয়ে মঙ্গলবার রানীরহাটের বাপ্পা মন্ডল নামের এক যুবক মেখলিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে জেলেবন্দিদের করোনা টেস্ট শুরুর দাবি এপিডিআরের
এবিষয়ে বাপ্পা মন্ডল বলেন, বিজ্ঞপ্তি অনুযায়ী টেন্ডারের জন্য যে সময় নির্ধারিত হয়েছে তার পরও তা জমা নেওয়া হয়েছিল। অবৈধ ভাবে পক্ষপাতিত্ব করে টেন্ডার বক্স সিল করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি এমাসের ৫ তারিখ দুপুর ১ টার সময় টেন্ডার ওপেনিং হওয়ার কথা থাকলেও তা ওপেনিং করা হয়নি।
যদিও স্বজনপোষণ বা দুর্নীতির কোন অভিযোগ সত্য নয় বলে দাবি করেন রানীরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলেশ্বর রায়। তিনি বলেন, “কোন অনিয়ম করা হয়নি টেন্ডার প্রক্রিয়ায়। সব নিয়ম মাফিক চলছে। এখনও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584