ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতায় নিজেই হাত লাগালেন পঞ্চায়েত প্রধান

0
39

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ

ডেঙ্গুর প্রকোপ রুখতে গ্রাম পরিচ্ছন্নতায় নামলেন স্বয়ং পঞ্চায়েত প্রধান নিজে । ডায়মন্ড হারবার দুনম্বর ব্লকে সরিষা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে নিজেই পরিচ্ছন্নতার কাজে হাত লাগালেন তিনি । করোনা আবহে আতঙ্কে যখন সাধারণ মানুষ আতঙ্কিত , তখন ডেঙ্গু প্রকোপ কমাতে এমনই উদ্যোগ নিলেন সরিষা গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস মন্ডল ।

cleaning | newsfront.co
পরিচ্ছনতার উদ্যোগ ৷ নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার দুনম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত হল সরিষা। ২৩ টা বুথ ১৯টা সংসদের প্রায় কুড়ি হাজার মানুষের বসবাস নিয়ে গঠিত এই পঞ্চায়েত । চাষ আবাদ এই এলাকার মানুষের মূল জীবিকা । অর্থ হীনতার কারণে পরিচ্ছনতার অভাব হয়েই যায় । কিন্তু সরিষার একাধিক গ্রাম আজ অন্যরূপ ধারণ করেছে । একটা সময় এই পঞ্চায়েতে একাধিক গ্রাম ডেঙ্গুর ভয়ে আতঙ্কে দিন কাটাত ,আজ সবটাই অতীত । গ্রাম কে আজ ডেঙ্গু গ্রাস করতে পারছেনা ।

আরও পড়ুনঃ ফালাকাটায় চা বাগান শ্রমিকদের দাবি নিয়ে গেট মিটিং

cleaning staff | newsfront.co
স্প্রে করা হচ্ছে ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাথাভাঙায় হলুদ রাখি পরিয়ে সংস্কৃতি দিবস উদযাপন

ঝিঙ্গা,সরিষা ,নবাসন,কাঁঠাপুকুরিয়া গ্রাম আজ ডেঙ্গু আতঙ্ক মুক্ত । সপ্তাহে প্রায় ২ দিন প্রতিটি গ্রামে নর্দমা,রাস্তার ধার ,খালের ধারে জমা জলে যাতে মশার লার্ভা না জন্মায় তার জন্য হ্যাগিন মেশিনের পাশাপাশি স্প্রে করে এলাকা পরিষ্কার করা হয় । একশ দিনের কাজের মধ্য দিয়ে গ্রামের মহিলা পুরুষেরা সকলে প্রধানের কাজে সঙ্গ দেন ।

যার ফলে গ্রাম আজ ডেঙ্গু মুক্ত হতে পেরেছে । আতঙ্ক এড়াতে পারছে ডেঙ্গু থেকে । যার ফলে খুশি এলাকার মানুষেরা । শুধু সরিষা নয় নিজেরা উদ্যোগ নিয়ে প্রতিটা পঞ্চায়েতই যাতে সুন্দর সুস্থ গ্রাম গড়তে পারে তার আর্জি জানান পঞ্চায়েত প্রধান ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here