কালনা-১ পঞ্চায়েত সমিতিতে ত্রিমুখী লড়াই তৃণমূলের হাতিয়ার মমতার আবেদন

0
104

শ্যামল রায়,কালনাঃতৃণমূলের প্রচারের হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের জেতানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনপত্র কেই ভোট প্রচারের প্রধান হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস।
লড়াইটা ত্রিমুখী। তৃণমূলের সঙ্গে লড়াই হবে ভারতীয় জনতা পার্টি ও সিপিএম প্রার্থীদের।
কেউ কাউকে জমি ছাড়তে নারাজ এমনটাই জানা গিয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের পরের দিন থেকেই। রবিবার ছিল ছুটির দিন তাই ভোট প্রচার জমজমাট। সব দলের প্রার্থীরাই রবিবার তাকেই বেছে নিয়েছে ভোট প্রচারে প্রধান দিন হিসাবে।
তবে ভোট প্রচারে ও দেওয়াল লিখনের দিক থেকে শাসক দলের প্রার্থীরাই অনেকটা এগিয়ে আছে।
পিছিয়ে আছে সিপিএমের প্রার্থীরা।
রবিবারও ভোট প্রচার করলেন তৃণমূলের নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি উমাশঙকর সিংহ রায় শ্যামলদা শ্রাবণী পাল রাজকুমার পান্ডে প্রমূখ।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ভোটের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে যে এই পঞ্চায়েত সমিতি এলাকায় জেলা পরিষদের আসন সংখ্যা তিনটি। তিনটি আসনেই ত্রিমুখী লড়াই হবে।
পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২৭টি। এর মধ্যে সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন হবে ২০টি আসনে। গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা১৫৫টিতে। ৫০ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূলের প্রার্থীরা। বাকি১০৫টি  আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে আরও জানা গিয়েছে যে এই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত রয়েছে নয়টি গ্রাম পঞ্চায়েত। এর মধ্যে বেশকিছু গ্রাম পঞ্চায়েত আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস।
কিন্তু পঞ্চায়েত সমিতির দখলে আনতে তৃণমূলের আসনসংখ্যা দরকার আর মাত্র ৭টি।
তাই ত্রিমুখী লড়াই হলেও সরকারের উন্নয়নের পক্ষে ভোটাররা রয়েছে এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতাদের। মুখ্যমন্ত্রীর আবেদনপত্র নিয়ে রবিবারও বাড়ি বাড়ি প্রচার অভিযান করলেন তৃণমূলের নেতা নেত্রীরা।
মুখ্যমন্ত্রীর আবেদনপত্রে লেখা হয়েছে রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি সম্প্রীতি ও একতাকে কোন কোন রাজনৈতিক দল নষ্ট করতে চাইছে তাই সেই সব অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে এবং সমস্ত রকম কুৎসা অপপ্রচারকে দূরে সরিয়ে বাংলার সম্মান বজায় রাখতে উন্নয়নের পক্ষে মানুষকে ভোট দেওয়ার আবেদন তিনি জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here