শুভশ্রী মৈত্র, ওয়েবডেস্কঃ
বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে থমকে গেল হৃদস্পন্দন। চলে গেলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ২৪ অক্টোবর রবিবার স্বাস্থ্য পরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
তবে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে কলকাতার প্রাক্তন মহানাগরিককে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। ভর্তিও হন উডবার্ন ওয়ার্ডে। আজ হঠাৎ করেই বাড়তে থাকে শ্বাসকষ্ট। স্থানান্তরিত করা হয় উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউ-তে। কিন্তু শেষরক্ষা করা গেল না, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
ষাটের দশকে ছাত্র রাজনীতির সূত্রেই রাজনীতিতে আসেন সুব্রতবাবু। ছাত্র পরিষদের সভাপতি ছিলেন তিনি। ১৯৭২ সালে যখন সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য হন সুব্রত তখন তাঁর বয়স মাত্র ২৬। জরুরি অবস্থার সময়ে ছিলেন রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপরে রাজ্য রাজনীতির অনেক পট পরিবর্তন হয়েছে।
২০০০ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুব্রত। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সামলেছেন কলকাতার মহানাগরিকের পদ। কলকাতা পুরসভার মেয়র পদে থাকাকালীন মমতার সঙ্গে সুব্রতবাবুর সম্পর্কে কিছুটা চিড় ধরে। এইসময় গঠন করেন নিজের দলও এবং ফের কংগ্রেসের সঙ্গে দূরত্ব কমে। কলকাতার পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতাও করেন। সুব্রত জিতলেও হেরে যায় তাঁর দল। এরপরে সরাসরি কংগ্রেসেই ফিরে যান এবং তাঁকে কার্যনির্বাহী সভাপতি করে কংগ্রেস।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর সংবাদে অত্যন্ত দুঃখিত। তাঁর আত্মার সদ্গতি কামনা করি।
ওঁ শান্তি।
— Tathagata Roy (@tathagata2) November 4, 2021
আর মন বসেনি কংগ্রেসে। ২০১০-এ আবার তৃণমূল কংগ্রেসেই ফিরে আসেন। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে তিন দফাতেই রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্বে ছিলেন সুব্রত। তৃণমূল সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদে থেকে জীবন থেকেই এবার অবসর নিলেন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে টুইট করে শোক জ্ঞাপন করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও সুব্রত বাবুর সমসাময়িক রাজনীতিবিদ তথাগত রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584