নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টেলিভিশনের পর্দায় আজ থেকে নতুন ধারাবাহিক ‘পাণ্ডব গোয়েন্দা’। ছোটদের মন ভরাবে বাবলু, বাচ্চু, বিচ্ছু, ভোম্বল, বিলুরা। সঙ্গে আছে পঞ্চু। কচিকাঁচাদের অনলাইন ক্লাসের একঘেঁয়েমি কাটাবে এই ধারাবাহিক, এমন ভাবনাও অমূলক নয়।
বাবলুর চরিত্রে রব দে, বাচ্চু অনুমিতা দত্ত, বিচ্ছু শ্রীতমা দত্ত, ভোম্বল ময়ূখ চ্যাটার্জি, বিলু ঋষভ চক্রবর্তী। পাঁচ বন্ধুতে মিলে একের পর এক জটিল রহসের করবে উদঘাটন।
প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ‘পাণ্ডব গোয়েন্দা’ পাঠকের কাছে অনেক আদরের। এবার পর্দায় তা কতখানি সমাদর পায় সেটাই দেখার।
আরও পড়ুনঃ রামায়ণের দুই নারী মুখোমুখি সুচন্দ্রার ‘সূর্পণখার আগমন’-তে
ধারাবাহিকের পরিচালনায় রাহুল মুখার্জি। টাইটেল ট্র্যািক বানিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। উপস্থাপনায় শান। আজ থেকে রাত ১০ টায় জি বাংলায় দেখুন ‘পাণ্ডব গোয়েন্দা’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584