নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সদ্য কিছু সপ্তাহ আগে পাঞ্জাবে সরকার গঠন করেছে আম আদমি পার্টি, তার মধ্যেই দুর্নীতির অভিযোগে বরখাস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা। সিংলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাজের বরাত দিতে এক শতাংশ কমিশন বা কাটমানি চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়ার পরেই বরখাস্ত করা হয়েছে সিংলাকে।
আম আদমি পার্টির পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা একটি টুইটও করেছেন এই প্রসঙ্গে। টুইটে তিনি লিখেছেন,” আম আদমি পার্টিই একমাত্র রাজনৈতিক দল যারা অখণ্ডতা, সাহস এবং সৎ পথে চলার কথা শুধু মুখেই নয়, কাজেও করে দেখানোর ক্ষমতা রাখে। আমরা এটা দিল্লিতেও দেখেছি, এ বার পাঞ্জাবেও একই ঘটনার সাক্ষী হলাম।“ টুইটে তাঁর সংযোজন, “ জিরো টলারেন্স ফর করাপশন।“
https://twitter.com/raghav_chadha/status/1529003770721587202?s=20&t=U7eKFylgtX48PkRrPIZukA
উল্লেখ্য, ২০১৫ সালে অরবিন্দ কেজরিওয়াল তাঁর মন্ত্রীসভা থেকে এক মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন দুর্নীতির অভিযোগে। স্বাধীনতা পরবর্তী ভারতে সিংলাকে বরখাস্ত করায় এমন ঘটনা ঘটলো এই নিয়ে দ্বিতীয় বার। পাঞ্জাবের আম আদমি পার্টির অন্যান্য নেতৃবৃন্দও ভগবন্ত মানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584