নিউ নর্মাল ভারতে প্রথম পেপারলেস বাজেট আজ, কোন পথে দেশের অর্থনীতি জল্পনা

0
101

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সোমবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। ইতিমধ্যে অর্থমন্ত্রকে পৌঁছে গেছেন অর্থমন্ত্রী। করোনা আবহের পর এই প্রথম বাজেট পেশ দেশে। কোন দিকে কতটা ব্যয়, কর ছাড় থেকে একগুচ্ছ আশা নিয়ে এই বাজেটে লক্ষ্য রাখছে দেশের মহল।

Nirmala Sitharaman | newsfront.co
অর্থমন্ত্রক থেকে বাজেট খাতা নিয়ে বেরোলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ছবিঃ এএনআই

এবারের বাজেট দলিলগুলি কেবল অনলাইনের মাধ্যমে সংসদের সদস্যদের সরবরাহ করা হবে। সংসদ এই নথিগুলির একটি ই-সংস্করণ পাবে। বেশ কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রচারের অন্যান্য পদ্ধতিগুলির পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও একটি মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে। ভারতে পেপারলেস বাজেট এই প্রথম।

নিউ নর্মাল জীবনে বাজেট পেশ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক আলাপ-আলোচনা। কেমন হতে চলেছে এবারের বাজেট, কতটা স্বস্তি পেতে পারে মধ্যবিত্ত, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সব মহলে। ২০২০ অর্থবর্ষে বিপুল ক্ষতির মুখ দেখেছিল ভারতের অর্থনীতি। বেশ কিছুদিন আগে নির্মলা সীতারমণ বলেছিলেন যে এবারের বাজেট ‘অভূতপূর্ব’ হতে চলেছে। তাই সকলের নজর রয়েছে- নির্মলার বাজেটে। ইতিমধ্যেই অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী।

Budget2021 | newsfront.co
বহি খাতা’র বদলে ট্যাব! বাজেট ইতিহাসে বড় বদল। ছবিঃ এএনআই

করোনাকালে এই বাজেট কোন দিকে দেশকে নিয়ে যেতে চলেছে, আদৌ সুবিধা পাবে মধ্যবিত্ত, এই সব প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। যদিও অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার সকালে জানান যে, এই বাজেট হবে মানুষের প্রত্যাশা মত।

আরও পড়ুনঃ ওড়িশায় লিঙ্গরাজ মন্দিরে কাজ চলাকালীন উদ্ধার দশম শতাব্দীর প্রাচীন মন্দিরের কাঠামো

মোদী সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্রে নিয়ে কাজ করা হয়েছে। আত্মনির্ভর প্যাকেজও ঘোষণা করা হয়েছে। অতিমারীতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত আগের অবস্থানে ফিরিয়ে আনতে এই বাজেট ভারতকে নতুন দিশা দেখাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here