উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
শুক্রবার পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। সুবোধ মল্লিক স্কোয়ারে আটকে দেওয়া হল শিক্ষকদের। শুধু আটকে দেওয়া নয়, তাদের ওপর ফের পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠল। পুলিশ ও শিক্ষকদের ঠেলাঠেলি ও ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার। সুবোধ মল্লিক স্কোয়ারে রাস্তার ওপর বসেই একাধিক দাবি-দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা। এরপর পুলিশ তাঁদের সরাতে এলেই ধুন্ধুমার বাঁধে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পরিস্থিতি চরমে পৌঁছায়। যদিও আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের সুবোধ মল্লিক স্কোয়ারেই আটকে দেয় পুলিশ। তুমুল ধস্তাধস্তি শুরু হয় দুই পক্ষের।
আন্দোলনকারীদের দাবি এদিন নবান্ন অভিযানের কর্মসূচি ছিল তাঁদের, সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে রানী রাসমনি রোডের দিকে এগোনোর অনুমতিও ছিল। তবে পুলিশ তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করায়। প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধের পর ধৈর্য হারিয়ে এগোনোর চেষ্টা করতেই ধুন্ধুমার বাধে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ফের অগ্নিকান্ড ডোমকলে,ভস্মীভূত ২ বাড়ি
শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে মহিলা-পুলিশ নির্বিশেষে মারধরের অভিযোগ তুলেছেন তাঁরা। জখম হয়েছেন বেশ কয়েজন। বেশকয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ অবস্থানের পথেই হাঁটছিলেন, এমনকি অনুমতি দেওয়ার পরও তাঁদের আটকানো হয়। তাঁরা শুধুমাত্র দাবি-দাওয়ার ডেপুটেশন জমা দিতে চান।
মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা। যদিও পুলিশের বক্তব্য, বিধানসভা চলার কারণে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই কারণেই তাঁদের এগোতে দেওয়া সম্ভব নয়। সেই সময়ে ফের একজোট হয়ে রাস্তায় বসে যান বিক্ষোভকারীরা। জলকামান, ব্যারিকেড নিয়ে এলাকায় পৌঁছে যায় র্যাফ ও কমব্যাট ফোর্সও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584