ভাতার বদলে নির্দিষ্ট সরকারি বেতনের দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ পার্শ্ব শিক্ষকদের

0
114

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ভাতা নয়, এবার পাকাপোক্ত সরকারি বেতন কাঠামোর দাবিতে কলেজস্ট্রিট অবরোধ করল পার্শ্ব শিক্ষকদের সংগঠন ‘পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ’। বুধবার কলেজ স্ট্রিটে চার রাস্তার মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

teachers | newsfront.co
অবরোধ। নিজস্ব চিত্র

ঐক্য মঞ্চের নেতা ভগীরথ ঘোষ বলেন, “২০০৯ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন, পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করে দেবেন। ২০১১ সালেও ক্ষমতার আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করে দেওয়া হবে। অথচ ১০ বছর কেটে গেল, পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে শিক্ষা দফতর কোনও পাকাপোক্ত ব্যবস্থাই করতে পারেনি।”

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনার কবলে আজহার

গত বছরও নিজেদের দাবিদাওয়া নিয়ে ৩২ দিন অনশন আন্দোলনে বসেছিলেন পার্শ্ব শিক্ষকদের একাংশ। এবার নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে ফের একবার আন্দোলন শুরু করলেন তারা । তাঁদের হুঁশিয়ারি, “১৩ দিন হয়ে গেল আমরা ফুটপাথে। রাস্তায় গড়াগড়ি খাচ্ছি। সরকারের কোনও হেলদোলই নেই। আজ পথ অবরোধ করেছি, যতক্ষণ না শিক্ষা মন্ত্রী আমাদের সঙ্গে দেখা করছেন, আমরা নড়ছি না।”

পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে চাননি শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অতীতে ওঁদের সঙ্গে বসলেও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।” তিনি আন্দোলনকারীদের সাথে দেখা করবেন কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শিক্ষা মন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here