নিজস্ব সংবাদদাতা, কোলকাতাঃ
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিকাশ ভবনের সামনে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, সমকাজে সমবেতন প্রমূখ দাবি দাওয়া নিয়ে পার্শ্বশিক্ষকদের আন্দোলন আজ পঞ্চম দিনে পড়লো।রাজ্যের চল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি স্বরূপ আপাতত ৪০ জনকে অনশনেও বসানো হয়েছে।

অনশন মঞ্চ ও আশেপাশে হাজির হয়েছেন হাজার হাজার পার্শ্বশিক্ষক। শীঘ্রই কোনো সমাধান সূত্র না বেরোলে বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো সবুজ সংকেত না পেলে শীঘ্রই তাঁরা সকলেই অনশনে বসবেন বলে হুমকিও দেন আজ।

আন্দোলনকারীদের বক্তব্য- তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই, রাজ্য ও কেন্দ্রীয় সরকার ২:৩ অনুপাতে তাঁদের বেতন দেয়, অবসরের পরে তাঁদের কি হবে সেটাও অনিশ্চিত,অথচ ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী তাদের স্থায়ীকরণ তথা বেশ কিছু সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আজ তাদের অনশন মঞ্চে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন যে- চাকরি চাইলে সরকার লাঠিপেটা করছে; ডিএ দিচ্ছে না।
উল্লেখ্য, মাসখানেক আগে রাতের অন্ধকারে কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে রাজ্য ব্যপী আলোড়ন সৃষ্টি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584